কলাপাড়া হাসপাতালে প্রথম করোনা রোগী সনাক্ত হয়েছে

প্রকাশিত: ১২:৪৬ পূর্বাহ্ণ, মে ১৪, ২০২০

কলাপাড়া হাসপাতালে প্রথম করোনা রোগী সনাক্ত হয়েছে
মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় ইব্রাহিম প্যাদা (৫০) নামের এক করোনা রোগী সনাক্ত হয়েছে। তাকে বরিশাল সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়, কলাপাড়া পৌরসভার ১ নং নাচনাপাড়া গ্রামের লোকমান প্যাদার পুত্র ইব্রাহিম প্যাদা একজন শ্বাস কষ্টের রোগী ছিল। তিনি গত রবিবার শ্বাস কষ্টের সমস্যা নিয়ে কলাপাড়া হাসপাতালে ভর্তি হয়। তার অবস্থার অবনতি হলে করোনা ভাইরাস সন্দেহ করে মঙ্গলবার হাসপাতাল কর্তৃপক্ষ তার নমুনা পরীক্ষার জন্য বরিশালে পাঠান। একই দিনে উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল সদর হাসপাতালে রেফার করা হয়। বুধবার রাতে তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। খবর শোনার পর উপজেলার সচেতন মহলের মধ্যে এখন আতংক বিরাজ করছে। জানা যায়, আক্রান্ত ইব্রাহিম প্যাদা কলাপাড়া মাছ বাজারে মাছের ব্যবসা করতেন। কিভাবে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হলেন সেবিষয়ে কোন সঠিক তথ্য পাওয়া যায়নি। ইব্রাহিম প্যাদার ছেলে মো. মুছা প্যাদা বলেন, আমার বাবা বাসা হতে বাজারে আসা-যাওয়া করতো। করোনা লকডাউনের মধ্যে তিনি অন্য কোথাও ভ্রমন করেননি। কিভাবে তার শরীরে এ ভাইরাস আক্রমন করেছে তা আমরা কেহ বুঝতে পারছি না। কলাপাড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জে এইচ খান লেলিন বলেন, গত তিনদিন আগে শ্বাস কষ্ট জনিত সমস্যা নিয়ে তিনি হাসপাতাল ভর্তি হন। সন্দেহ হলে আমরা তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠাই। তার রিপোর্ট পজিটিভ আসছে। এখন আমরা ডাক্তার, নার্স এমনকি হাসপাতালের ওয়ার্ড বয়সহ সবাই ঝুঁকির মধ্য পরেছি। যারা তার সেবায় নিয়োজিত ছিল সবার নমুনা পরীক্ষার জন্য পাঠানো হবে। তবে হাসপাতাল লকডাউন করা হবে কিনা সেবিষয়ে এখনও কোন সিদ্ধান্ত হয়নি বলে তিনি জানান। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. মোস্তাফিজুর রহমান বলেন, কলাপাড়ায় করোনা পজিটিভ রোগী ধরা পরেছে। রোগীর বাড়িসহ সন্দেহজনক স্থানগুলো লকডাউন করা হবে।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest