ভোলার বোরহানউদ্দিনের ঘটনায় এবারও মুসলিম ঐক্য পরিষদের দোয়া মাহফিল স্থগিত

প্রকাশিত: ৮:১৯ পূর্বাহ্ণ, নভেম্বর ২২, ২০১৯

ভোলার বোরহানউদ্দিনের ঘটনায় এবারও মুসলিম ঐক্য পরিষদের দোয়া মাহফিল স্থগিত

ভোলা : ভোলার বোরহানউদ্দিনে পুলিশ জনতা সংঘর্ষে চার জন নিহত হওয়ার ঘটনায় নিহতদের স্মরণে মুসলিম ঐক্য পরিষদের দোয়া মাহফিল এবারও স্থগিত করা হয়েছে। আগামী ২৩ নভেম্বর (শনিবার) ভোলা সরকারী বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিলে ঘোষণা দেয় ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদ। কিন্তু প্রশাসনের অনুমতি না পাওয়ায় বৃহষ্পতিবার বিকেলে জেলা মুসলিম ঐক্য পরিষদের প্রচার সম্পাদক মাওলানা নূরুল আমিন আশ্রফী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দোয়া মাহফিল স্থগিত করা হয়েছে ঘোষণা দেন। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, “বিপ্লব চন্দ্র শুভ”র সর্বোচ্চ শাস্তি, বোরহানউদ্দিনের শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের গুলিতে নির্মম হত্যাকান্ডের বিচার বিভাগীয় তদন্ত স্বাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও অনতিবিলম্বে হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং গ্রেফতারকৃতদের নিঃশর্ত মুক্তিসহ ৬দফা দাবী নিয়ে ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদ ধারাবাহিক কর্মসূচি ও প্রশাসানের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে। ভোলায় সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল-মিটিংয়ে প্রশাসিনক বাধা ও নিষেধাজ্ঞা থাকায় ইতিপূর্বে আমরা কিছু কর্মসূচি স্থগিত করেছি। সর্বশেষ গত ১৭ নভেম্বর, ২০১৯ইং তারিখ “ভোলা জেলা মুসলিম ঐক্য পরিষদে”র পক্ষ থেকে ভোলা জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী নিকট ৬দফা দাবী আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান করে সংবাদ সম্মেলন করা হয়েছে। বিষয়টি নিয়ে ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক সরকারের উচ্চ মহলে আলোচনা করে সামাধানের আশ্বাস ও ভোলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবারও আমরা আগামী ২৩ নভেম্বর২০১৯ তারিখ শনিবার সকাল ১১.০০ ঘটিকায় সরকারি স্কুল মাঠের দোয়া মাহ্ফিল স্থগিত করেছি। যদি অনতিবিলম্বে মামলা প্রত্যাহারসহ ৬দফা দাবী বাস্তবায়ন না করা হয়। তাহলে আমরা যে কোন কর্মসূচি দিতে বাধ্য থাকবো। প্রসঙ্গতঃ ভোলার বোরহানউদ্দিনে মাহনবী (স.) কে নিয়ে ফেসবুকে কটুক্তি করার প্রতিবাদে গত ২০ অক্টোবর বোরহানউদ্দিন ঈদগাহ মাঠে স্থানীয় তৌহিদি জতার ব্যানারে আয়োজিত প্রতিবাদ সমাবেশে পুলিশের সাথে জনতার সংঘর্ষে ৪ জন মুসল্লী নিহত ও ৫০ জনের অধিক মুসল্লী আহত হয়। এ ঘটনায় কটুক্তিকরা ফেসবুক আইডির মালিক বিপ্লব চন্দ্র শুভ ও তার আইডি হ্যাককারী আরও দুজনকে আটক করে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়। এবং পুলিশ উপর হামলার ঘটনায় পুলিশের পক্ষ থেকে অজ্ঞাত ৫ হাজার জনকে আসামী করে মামলা দায়ের করে পুলিশ। এবং হিন্দুদের বাড়ি ও মন্দির ভাংচুরের ঘটনায় মন্দির কমিটি পাঁচ শত জনকে আসামী করে মামলা করা হয়। এ ঘটনায় চার জন নিহতের প্রতিবাদে বিভিন্ন আন্দোলন কর্মসূচি নিয়ে মাঠে নামে সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদ।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest