নগরীতে হরদমে চলছে অটো ও সিএনজি, নিচ্ছে দ্বিগুণ ভাড়া

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, মে ১৮, ২০২০

নগরীতে হরদমে চলছে অটো ও সিএনজি, নিচ্ছে দ্বিগুণ ভাড়া
লিটন বায়েজিদ বরিশাল প্রতিনিধিঃ
বাংলাদেশে কারোনা পরিস্থিতি দিনকে দিন ভয়াবহ রূপ নিচ্ছে। সেই সাথে বরিশালেও করোনা আক্রান্ত রোগী বেড়েই চলেছে। মরণঘাতী এই ভাইরাস থেকে বাঁচতে সরকার কর্তৃক নানারকম নিয়ম নীতি ও বেশকিছু নিষেধাজ্ঞা থাকলেও মানছে না বেশিরভাগ সাধারণ মানুষ। ঈদ উপলক্ষে সিমিত আকারে শপিং মল দোকানপাট খোলা রাখার নির্দেশনা থাকলেও গণপরিবহন বন্ধের নিষেধাজ্ঞা বহাল রয়েছে। এদিকে করোনা পরিস্থিতি মোকাবেলায় বরিশালের মেয়রের অনুরোধে শপিংমল দোকানপাট বন্ধ রাখার কথা থাকলেও মানছে না অনেকে। অন্যদিকে গত কয়েকদিন যাবত নগরীতে রিক্সার পাশাপাশি বেড়েছে ব্যাটারি ও গ্যাস চালিত ইজিবাইক ও সিএনজি। যাহা বর্তমানে সরকার কর্তৃক নিষেধাজ্ঞার আওতাভুক্ত। এর ফলে নগরীর সাধারণ মানুষ মনে করছে বরিশালে এখন রাস্তাঘাট ও দোকানপাটে যেভাবে মানুষের সমাগম বেড়েছে তাতে বরিশাল নগরির মানুষ এখন সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে। রাস্তায় বের হওয়া কয়েকজন যাত্রীর কাছে জানতে চাইলে তারা বলে এমনিতে তো নিষেধাজ্ঞা অমান্য করে গাড়ি চালাচ্ছে তার উপর আবার যাত্রীদের কাছ থেকে নিচ্ছে দ্বিগুণ ভাড়া। যেমন আগে নতুল্লাবাদ থেকে লঞ্চ ঘাট পর্যন্ত জন প্রতি ভাড়া নিত ১০ টাকা আর এখন নিচ্ছে ২০ টাকা। তাই দ্রুত বিষয়টি প্রশাসনের দৃষ্টি আকর্ষণের জন্য অনুরোধ করছি। অন্যদিকে বরিশালের বর্তমান পরিস্থিতি নিয়ে নগরবিদরা মনে করেন সবার উচিত স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকা এবং নিজেকে সুস্থ রাখা। অযথা ঘর থেকে বের না হওয়া। তাই সবাই ঘরে থাকুন সুস্থ থাকুন।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest