বরিশালে ক্রেতা-বিক্রেতা এবং গাড়িচালককে ১৪ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৫:৪০ অপরাহ্ণ, মে ১৮, ২০২০

বরিশালে ক্রেতা-বিক্রেতা এবং গাড়িচালককে ১৪ হাজার টাকা জরিমানা
শফিউর রহমান কামাল বরিশাল ব্যুরোঃ
বরিশালে ঈদ কেনাকাটায় স্বাস্থ্যসুরক্ষা বিধি অমান্য করায় ক্রেতা বিক্রেতা এবং গাড়ি চালককে ১৪ হাজার টাকা জরিমানা। বরিশাল জেলা প্রশাসনের নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে আজও বরিশাল নগরীতে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত আছে। দেশের উৎপাদন ব্যবস্থা ঠিক রাখতে ইতোমধ্যেই স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে কল-কারখানা এবং শপিংমলসমূহ খোলা রাখারা অনুমোদন দেওয়া হয়েছে। এমতাবস্থায়, বরিশালের প্রতিষ্ঠানসমূহ স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত হচ্ছে কিনা তা যাচাইকল্পে বরিশালের জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমানের নির্দেশনায় নিয়মিতভাবেই বিভিন্ন দোকান, শপিং মূল এবং কারখানা পরিদর্শন করছে। আজ বরিশাল জেলা প্রশাসনের ২ টি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা কারেন এসময় তারা ঈদ কেনাকাটায় স্বাস্থ্যসুরক্ষা বিধি অমান্য করার ২ টি প্রতিষ্ঠান এবং ২ জন ক্রেতাকে ৪ হাজার টাকা জরিমানা করেন। তারই ধারাবাহিকতায় আজ ১৮ মে সোমবার সকালে বরিশাল নগরীর চকবাজার, বাজার রোড, কাঠপট্টি, ফলপট্টি, গীর্জা মহল্লা, সদর রোড, নতুন বাজার, চৌমাথা বাজার এলাকায় সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ ও দ্রব্যমূল্যের বাজার দর মনিটরিং এর পাশাপাশি সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম। পবিত্র মাহে রমজান উপলক্ষে বিভিন্ন স্থানে ঈদ কেনাকাটায় স্বাস্থ্যসুরক্ষা বিধি প্রতিপালন ও সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে বিশেষ বাজার মনিটরিং অভিযান পরিচালনা কালে সামাজিক দূরত্ব নিশ্চিতে টহল অভিযান পরিচালনা করা হয় এবং সচেতনামূলক মাইকিং করা হয়। বরিশাল নগরীর কাঠপট্টি, চকবাজার ও গির্জামহল্লা, বাজার রোড, নতুন বাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউর রহমান। অভিযানকালে স্ত্রী শিশু সন্তানসহ পরিবারের সকল সদস্যদের নিয়ে একসঙ্গে কেনাকাটায় আসার মাধ্যমে করোনা ভাইরাস সংক্রমনের ঝুঁকি বৃদ্ধি করায় দুইজন ব্যক্তিকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইনের ২৫(২) ধারায় ১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় হয়। একাধিকবার সতর্ক করা স্বত্তেও স্বাস্থ্যবিধি না মানায় ২টি কাপড়ের দোকানকে সাময়িকভাবে বন্ধ করা হয়। অপরদিকে বরিশাল নগরীর সদর রোড ও গীর্জা মহল্লার পোশাকের দোকানগুলোতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম। অভিযানকালে গীর্জা মহল্লায় দুইটি দোকানে স্বাস্থ্যবিধি প্রতিপালন না করে করোনা ভাইরাস সংক্রমনের ঝুকি তৈরি করার অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় দুইটি প্রতিষ্ঠান কে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে গতকাল ১৭ মে রবিবার বিকেলে অপর একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা কালে নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকায় একটি মাইক্রোবাস ইলেকট্রনিক মিডিয়া ৭১ টেলিভিশনের লোগো লাগিয়ে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে অধিক যাত্রী পরিবহন করার দায়ে একজন দালাল ও গাড়িচালককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় এএসএম শামিম। অভিযানে মোবাইল কোর্টকে আইনানুগ সহযোগিতা প্রদান করেন র‍্যাব-৮ ও বরিশাল মেট্রোপলিটন পুলিশ ৫ টি টিম। ঈদের কেনাকাটায় সামাজিক দূরত্ব রক্ষা এবং স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে বরিশাল জেলা প্রশাসনের এই অভিযান চলমান থাকবে বলে জানান কর্তব্যরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest