টাঙ্গাইলের মধুপুরে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন

প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, মে ২১, ২০২০

টাঙ্গাইলের মধুপুরে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন

মো: আ: হামিদ টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় এ বছর বোরো / ২০২০মৌসুমে উপজেলার বোরো ধান উ্যপাদনকারী কৃষকদের মধুপুর সরাকারী গুদামে ন্যায্যমূল্যে ধান ক্রয়ের উদ্দেশ্যে কৃষক নির্বাচনের জন্য উন্মুক্ত লটারির আয়োজন করা হয়। উপজেলায় এবছর ১২৪২০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে।
লটারির মাধ্যমে কৃষক নির্বাচনের উদ্দেশ্যে উপজেলায় গত ১৩, ১৪,ও ১৫ মে ২০২০ইং তারিখে মাইকিং করে ৭৩২৫ জন কৃষকের নামের তালিকা পাওয়া যায়। এদের মধ্যে মধুপুর পৌরসভার ৩৬৫ জন কৃষকের মধ্যে ১৮৯ জন কৃষককে লটারির মাধ্যমে নির্বাচন করা হয়েছে। ক্ষুদ্র, মাঝারি ও বড় এ তিন ক্যাটাগরিতে কৃষক নির্বাচন করা হয়েছে। বুধবার (২০ মে) বিকেলে মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা হল রুমে লটারির মাধ্যমে ১৮ জন বড় ৪০ জন মাঝারি এবং১৩১ জন ক্ষুদ্র কৃষক নির্বাচন করা হয়েছে। উপজেলার অন্যান্য ইউনিয়নে দ্রুততম সসময়ের মধ্যে তালিকাভূক্ত কৃষকদের মধ্য হতে কৃষক নির্বাচনের কাজ সম্পর্ন হবে। উন্মুক্ত লটারীর সময় উপস্হিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা, ভাইসচেয়ারম্যান শরিফ আহম্মেদ নাছির,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মাহমুদুল হাসান, সিনিয়র উপজেলা মাঠ কর্মকর্তা মো: আ: রাশেদ,উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি এডভোকেট মো: ইয়াকুব আলী, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আনিসুর রহমান, মধুপুর খাদ্যগুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিজা খাতুন, পৌরসভা ব্লকের উপসহকারী কুষিকর্মকর্তাগন, প্রেসক্লাব মধুপুরের সভাপতি এম. এ. হামিদ, সাধারণ সম্পাদক বাবুল রানা, ক্যামেরা পার্সন জুয়েল সহপৌরসভা ব্লকের কৃষকগন উপস্হিত ছিলেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest