হাবিবুর রহমান, হাবিপ্রবি প্রতিনিধি (দিনাজপুর):-
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত করোনা ভাইরাস প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের শিক্ষার্থীদের আর্থিকভাবে সহায়তা করা হবে মর্মে বিশ্ববিদ্যালয় ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. ইমরান পারভেজ স্বাক্ষরিত একটি নোটিশ জারী হয়েছে। করোনাভাইরাস পরিস্থিতিতে বিশ্ববিদ্যলয়ের বিভিন্ন উদ্যোগের কর্মসূচি হিসেবে অত্র বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক ” ছাত্র -কল্যাণ তহবিল” থেকে শিক্ষার্থীদের এককালীন প্রোণোদনা আর্থিক প্রদান করা হবে বলে নোটিশে জানানো হয়। এ জন্য প্রকৃত অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের প্রদত্ত লিংকে ৫ জুন ২০২০ এর মধ্যে একটি আবেদন করতে হবে । এরপর প্রকৃত ও অসচ্ছল শিক্ষার্থীদের বাছাইপূর্বক অনুষদ ও বিভাগ অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থীদের সহায়তা করা হবে। সাহায্য প্রাপ্তির বিষয়টি শিক্ষার্থীদের মুঠোফোনে এস এম এস এর মাধ্যমে জানানো হবে।