লিটন বায়েজিদ, ঢাকাঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এবং করোনার প্রভাবে যে সব সাংবাদিক ভাইয়েরা আর্থিকভাবে অসচ্ছলতায় পরেছে তাদেরকে সম্মিলিত সাংবাদিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সামছুল আলম নিক্সনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী প্রদান করেন কমিটির কার্যকরি সভাপতি কালিম এম জায়েদি, সহ-সভাপতি শেখ মোঃ ওবাইদুল কবির এবং সিনিয়র যুগ্ন সম্পাদক গোলাম ফারুক মজ্নু। শনিবার বিকেলে ওকেনিউজবিডি এর শান্তিনগর কার্যালয় থেকে ঈদ সামগ্রী উপহার বিতরন কর্মসূচি অনুষ্ঠিত হয় । এ প্রসঙ্গে জানতে চাইলে ফোনে নিক্সন বলেন, আমাদের মধ্যে সাধ্যমত প্রত্যেকেরই সাংবাদিকদের পাশে দাড়ানো উচিৎ। কারন, আমাদের মধ্যে অনেক সাংবাদিক আছেন যারা না খেয়ে থাকলেও কারো কাছে বলতে পারেন না। অথচ তারা প্রচুর কস্ট করছে আমার জানামতে। তাই আমি ফোনে সংগঠনের সহ-সভাপতি এবং সাধারন সম্পাদকের সাথে আলোচনা করলাম, তারাও সন্মতি দিল, যেহেতু করোনাকালীন সময়ে অনেকেই ঢাকায় অবস্থান করছেন না, সেই প্রেক্ষিতে সহ-সভাপতি এবং প্রকাশক ও সম্পাদক শেখ মো. ওবাইদুল কবিরের শান্তিনগরস্ত অফিসে পাঠিয়ে দেই। সেই সামান্যতম ঈদ উপহার তার দায়িত্বে কিছু সাংবাদিকদের মধ্যে বিতরন করা হয়েছে। আমি আবারো আশা করি যে যেখান থেকেই পারেন আপনারা সাংবাদিকদের যতটুকু পারবেন সহযোগীতা করে তাদের পাশে থেকে পবিত্র কলমের কালিকে চলমান রাখবেন। উল্লেখ্য যে, সামছুল আলম নিক্সন পুরো করোনাকালীন সময়ে তার নির্বাচনি এলাকা ঢাকা-১৫ (মিরপুর) এবং বরিশাল-২ (বানারিপাড়া-উজিরপুর) এলাকার তার সাধ্যমত ঘরে-ঘরে ত্রান সামগ্রী পৌছে দেয়।