ঈদের নতুন জামা ও খাবার পৌছে দিবে শহরের ভাসমান ও অসহায়দের মাঝে সৌহার্দ্যের চাকা

প্রকাশিত: ৩:১৯ অপরাহ্ণ, মে ২৪, ২০২০

ঈদের নতুন জামা ও খাবার পৌছে দিবে শহরের ভাসমান ও অসহায়দের মাঝে সৌহার্দ্যের চাকা
মাহমুদুর রহমান, ঝিনাইদহ : ঝিনাইদহে ঈদের নতুন জামা ও খাবার পৌছে দিবে শহরের ভাসমান ও অসহায়দের মাঝে সৌহার্দ্যের চাকা। এবারের ঈদের দিনের সৌহার্দ্য চাকায় থাকছে বিশেষ আকর্ষণ। ভাসমান মানুষদের জন্য থাকছে নতুন কাপড়, ও চিকেন বিরিয়ানি। ভাসমান মানুষগুলো এবার এক অন্যরকম ঈদ পালন করবে। আমাদের সবার মত নতুন কাপড় পরবে, মজাদার খাবার খাবে। সত্যি কথাগুলো লিখতে আনন্দে চোখের অশ্রু ঝরছে আমার। এক অসাধ্য সাধন করতে চলেছে ঝিনুকদহ ভাষা পরিষদ ও নবগঙ্গা রক্ষা পরিষদের সৌহার্দের চাকা। সত্যি আমাদের সমাজ পরিবর্তন হচ্ছে কিছু তরুণ সমাজকর্মীর উদার চিন্তাধারার মাধ্যমে। যে সুন্দর ভাবনাগুলো কখনোই আমরা ভেবে দেখিনি সেগুলো আজ দৃষ্টান্ত হতে যাচ্ছে। এজন্য এক নতুন দেশ, এক নতুন দিগন্ত হাতছানি দিচ্ছে ।আমরাও পারি সমাজকে বদলে দিতে সমাজের মানুষকে নিয়ে নতুন করে ভাবতে। সত্যি আমরা ঝিনাইদহবাসি কৃতজ্ঞ আপনাদের প্রতি। ঝিনাইদহ ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে এই সৌহার্দের চাকা। আমরা চাই এই সৌহার্দ্যে চাকা চলমান থাক। নতুন প্রজন্ম দায়িত্ব তুলে নিক এই ভাসমান মানুষগুলোর। সৌহার্দের চাকা ঈদের বিশেষ আয়োজন উপলক্ষে গাউস গোর্কি ও কেএম সাইফুজ্জামান শিমুল যৌথ বিবৃতিতে বলেন আমরা জানি আমাদের সীমাবদ্ধতা। জানি আমাদের পরিমিত ক্ষমতা। তবুও আমরা সবাই বিশ্বাস করি সবার আন্তরিক অংশগ্রহণ আর প্রচেষ্টা অব্যাহত থাকলে এই ত্যাগের শোরগোল একটা বিশাল আনন্দ চিৎকার হতে মোটেও সময় নেবে না। আমাদের বুকে একটাই আওয়াজ ‘আমি পারিনা, কিন্তু আমরা পারি’এই ভাসমান মানুষগুলোর সাথে আমরা ঈদের আনন্দ ভাগ করে নেবো। ওদের ও নতুন কাপড় ও ভালো খাবার পাবার অধিকার আছে।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest