ঢাকা ৭ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৯ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০১৯
মোহাম্মদ মাহমুদুল হাসান,বিশেষ প্রতিনিধি,ঢাকাঃ মানব সভ্যতার সৃষ্টিলগ্ন থেকে প্রকৃতি ও মানুষ একসাথে তাল মিলিয়ে পৃথিবীতে অবস্থান করছে। প্রকৃতি ধ্বংস করে পৃথিবীর উন্নয়ন কোনভাবেই সম্ভব নয়। নদীর গতিপথ বাধাগ্রস্ত করে তৈরী হচ্ছে উন্নয়নের ব্রিজ। প্রকৃতির সৌন্দর্য ও প্রকৃতিকে তার নিজস্ব সম্পৃক্ততায় কোনভাবেই বাধা দেয়া ঠিক নয়। বর্তমান সরকার যেখানে চেষ্টা করছেন, নদী পাড়ে দাঁড়িয়ে থাকা নদীর জায়গা দখলকৃত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে নদীর স্বাভাবিক গতি ফিরিয়ে দিতে। অন্য দিকে উন্নয়নের কথা বলে বাধাগ্রস্থ করা হচ্ছে নদীর স্বাভাবিক গতিপথ।উন্নয়ন ও প্রকৃতির স্বাভাবিক চলা সমানতালে এগিয়ে যাবে।
ঢাকার সন্নিকটে উত্তরা,আব্দুল্লাপুর ও টংগীর সংযোগ সড়কের পাশেই নতুনভাবে তৈরী হচ্ছে আরেকটি ব্রিজ। নদীর ঠিক মাঝখান পর্যন্ত দুপাড় ভরাট করেই তৈরী হচ্ছে এই ব্রিজটি। এলাকাবাসী আশা করছে ব্রিজ তৈরী সম্পন্ন হলে,নদী তার নির্দিষ্ট গতিপথ আবার ফিরে পাবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST