মো: আ: হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় ১০০টি পরিবারের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ করেছেন মধুপুর life for life faundation এর পক্ষ থেকে। বুধবার থেকে এ বিতরণ কর্মসূচি শুরু হয়ে থাকে। পর্যায়ক্রমে এ ধরণের সহযোগীতা অব্যাহত থাকবে। উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি উদ্ধোধন করেন শোভন খান ও অভিষেক বর্মন বিশাল , সার্বক্ষণিক সহযোগীতা করেন অভিষেক বর্মন বিশাল। তাকে সহযোগিতা করেন অন্যান্য নেতৃবৃন্দ। উপহার সামগ্রীতে রয়েছে বিভিন্ন ধরণের সামগ্রী, যার মধ্যে রয়েছে চাল, আলু , ,তৈল , সেমাই, চিনি, সাবান। এদিকে এই দুস্থ পরিবার গুলো ঈদের দিনে কি রান্না করবে সেটা নিয়ে দুশ্চিন্তায় ছিল। এমন সময় মধুপুর life for life faundation এর উপহার সামগ্রী পেয়ে তাদের মুখে হাসি ফুটে ওঠে।