মধুপুরে১০০টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১২:৫৬ পূর্বাহ্ণ, মে ২৫, ২০২০

মধুপুরে১০০টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ
মো: আ: হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় ১০০টি পরিবারের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ করেছেন মধুপুর life for life faundation এর পক্ষ থেকে। বুধবার থেকে এ বিতরণ কর্মসূচি শুরু হয়ে থাকে। পর্যায়ক্রমে এ ধরণের সহযোগীতা অব্যাহত থাকবে। উপহার সামগ্রী বিতরণ কর্মসূচি উদ্ধোধন করেন শোভন খান ও অভিষেক বর্মন বিশাল , সার্বক্ষণিক সহযোগীতা করেন অভিষেক বর্মন বিশাল। তাকে সহযোগিতা করেন অন্যান্য নেতৃবৃন্দ। উপহার সামগ্রীতে রয়েছে বিভিন্ন ধরণের সামগ্রী, যার মধ্যে রয়েছে চাল, আলু , ,তৈল , সেমাই, চিনি, সাবান। এদিকে এই দুস্থ পরিবার গুলো ঈদের দিনে কি রান্না করবে সেটা নিয়ে দুশ্চিন্তায় ছিল। এমন সময় মধুপুর life for life faundation এর উপহার সামগ্রী পেয়ে তাদের মুখে হাসি ফুটে ওঠে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest