ঠাকুরগাঁওয়ে কৃষকের ধান কেটে বাড়ি পৌছে দিল জাতীয়তাবাদী কৃষকদল

প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ, মে ২৯, ২০২০

ঠাকুরগাঁওয়ে কৃষকের ধান কেটে বাড়ি পৌছে দিল জাতীয়তাবাদী কৃষকদল
মো মোতাহার হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি॥ করোনা পরিস্থিতিতে ঠাকুরগাঁওয়ে কৃষকের ধান কেটে বাড়ি পৌছে দিয়েছে জেলা জাতীয়তাবাদী কৃষকদল। গতকাল শুক্রবার সদর উপজেলার রহিমানপুর দাসপাড়ায় সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে কৃষকের ধান কাটা কার্যক্রমের উদ্বোধন করেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান। ওই এলাকার কৃষক ভবেশ চন্দ্র রায়ের জমির পাকা ধান কাটায় অংশগ্রহন করেন জেলা বিএনপির সহ-সভাপতি সুলতানুল ফেরদৌস ন¤্র চৌধুরী, আনোয়ার হোসেন লাল, আলম, জেলা মহিলা দলের সভানেত্রী ফুরাতুন নাহার প্যারিস, ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান হান্নু, জেলা কৃষকদলের সভাপতি আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক খুরশিদ আলম উজ্জল, সাংগঠনিক সম্পাদক নাসির, সহ সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, সদর উপজেলা কৃষকদলের সভাপতি জয়নাল আবেদীন, রেজওয়ানুল হক রিজু, রুহিয়া থানা কৃষকদলের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, রায়পুর ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক তোজাম্মেল হকসহ জেলা বিএনপি, জেলা-সদর উপজেলা কৃষকদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এ সময় দড়ি দিয়ে লাইন টেনে ৪/৫ ফিট দূরত্ব বজায় রেখে ওই কৃষকের ৪০ শতক জমির পাকা ধান কেটে বাড়িতে পৌছে দেওয়া হয়।

মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest