নোয়াখালীর সেনবাগে ব্রিকফিল্ড মালিকের পরিবারের ৫ সদস্যের করোনা সনাক্ত !

প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, মে ৩০, ২০২০

নোয়াখালীর সেনবাগে ব্রিকফিল্ড মালিকের পরিবারের ৫ সদস্যের করোনা সনাক্ত !

ফখরুদ্দিন মোবারক শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নের ১ং ওয়ার্ডের একই পরিবারের ৫ জন সদস্যের করোনা সনাক্ত।

পরিবারের অভিভাবক ছাতারপাইয়া মায়ের দোয়া ব্রিকফিল্ডের মালিক ওলী কোম্পানী তিনি ঈদুল ফিতরের আগের দিন জ্বর সর্দি ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ নিয়ে ঢাকায় মৃত্যুবরণ করেন।
কিন্তু তারা স্বাস্থ্য বিভাগকে বিষয়টি না জানিয়ে গোপনে লাশ দাফন করে পেলে। পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য বিভাগ খবর পেয়ে (২৮ মে) বৃহস্পতিবার মৃত ওলী কোম্পানীর পরিবারের ৬ জন সদস্যের করোনার নমুনা সংগ্রহ করে,তার মধ্যে ৫ জনই করোনায় আক্রান্ত।
ধারণা করা হচ্ছে তারা সবাই তাদের পিতা ওলী কোম্পানীর থেকে সংক্রমিত হয়েছে।

আজ শনিবার ৩০ মে সেনবাগ থানার প্রশাসন ও মেডিকেল টিমসহ ওলী কোম্পানীর বাড়িটি লকডাউন করেছেন।

নোয়াখালীর সিভিল সার্জনের রিপোর্ট অনুযায়ী এই নিয়ে সেনবাগ উপজেলাতে মোট করোনা সনাক্তের সংখ্যা ২৮জন, মৃত্যুবরণ করেছেন ২জন, উন্দানিয়া গ্রামের আলী আক্কাস ও ছাতারপাইয়া গ্রামের আব্দুল মান্নান।

তবে ফেনী ও ঢাকা থেকে আসা ২ জন রোগী এবং চট্টগ্রাম থেকে আসা করোনায় মৃত ব্যাক্তিসহ উপজেলাতে মোট ৩১জন করোনা সনাক্ত।

এ ব্যাপারে শনিবার বিকেলে গণমাধ্যমকে নিশ্চিত করেন,সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মতিউর রহমান।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest