৩১মে সকাল ১১টায় এসএসসি ও সমমানের ফল প্রকাশ

প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, মে ৩০, ২০২০

৩১মে সকাল ১১টায় এসএসসি ও সমমানের ফল প্রকাশ
মোহাম্মদ মাহমুদুল হাসান |
চীফ রিপোর্টার |
আগামীকাল রবিবার (৩১ মে) মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হবে। এদিন সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২০২০ সালের এ পরীক্ষার ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুর ১২টায় শিক্ষামন্ত্রী দীপু মনি ফেসবুক লাইভের মাধ্যমে ফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন। কিন্তু দীপু মনির নির্ধারিত সংবাদ সম্মেলন এক ঘণ্টা এগিয়ে এনে ১১টায় নির্ধারণ করা হয়েছে। শনিবার (৩০ মে) বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য জানান।তিনি বলেন, প্রধানমন্ত্রীর ফল ঘোষণার পর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি ফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন। এটি ১২টায় নির্ধারিত থাকলেও এক ঘণ্টা সময় এগিয়ে আনা হয়েছে। অর্থাৎ ১১টায় তিনি বিস্তারিত তুলে ধরবেন। বিটিভি সম্পূর্ণ বক্তব্য ধারণ করবে। নিউজ ও ফুটেজ সকল ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রেরণ করা হবে।ফুটেজ ও প্রাসঙ্গিক ডকুমেন্টস ই-মেইল, মেসেঞ্জার ও উই-ট্রান্সফারেও প্রেরণ করা হবে। পাশাপাশি ফেসবুকে লাইভ করা হবে। কমেন্ট অপশনে গিয়ে যে কেউ প্রশ্ন করতে পারবেন। বক্তব্য শেষে জবাব দেওয়া হবে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest