ঝালকাঠিতে উপজেলা আওয়ামী লীগ অফিস কেয়ারটেকার সন্ত্রাসি হামলার শিকার

প্রকাশিত: ৪:৪৬ অপরাহ্ণ, মে ৩১, ২০২০

ঝালকাঠিতে উপজেলা আওয়ামী লীগ অফিস কেয়ারটেকার সন্ত্রাসি হামলার শিকার

রিয়াজুল ইসলাম বাচ্চু,ঝালকাঠি: ঝালকাঠি সদর উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের কেয়ার টেকার মোঃ মিরাজুল ইসলাম কলু সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। ২৯ মে ১২:১০ মি. সময় প্রতিপক্ষ সন্ত্রাসিদের হামলার শিকার হন তিনি।সন্ত্রাসীদের মধ্যে একজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ,বাকি আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য চেষ্টা চলছে বলে জানা গেছে। মামলার এজাহার সূত্রে জানা গেছে ঝালকাঠি পৌরসভার ৭নং ওয়ার্ডে রামনগর নিবাসী মৃত্যু মোশারফ মিয়ার পুত্র শহিদুল ইসলাম, মোঃ নাছির মীর ও মোক্তার‌আলী খান এর পুত্র মোঃ জামাল খান খানের সাথে করোনা ভাইরাসে উপজেলা আওয়ামীলীগের ত্রাণ বিতরণকে কেন্দ্র করে হামলার শিকার মিরাজুল ইসলাম কালুর সাথে কথা কাটাকাটি থেকে দ্বন্দ্ব সৃষ্টি হয়।এ ঘটনার জের ধরে ২৯ মে ১২:১০মি. সময় রামনগর মোস্তফা কামালের বাড়ীর সামনে রাস্তায় সন্ত্রাসি শহিদুল ইসলাম, নাছির ও জামাল দেশীয় অস্ত্রশস্র নিয়ে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়।হামলায় মিরাজুল ইসলাম কালু রক্তাক্ত মারাত্মক জখম হয়। পরে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা গ্রহণ করে। ঘটনার দিন রাতে মোঃ মিরাজুল ইসলাম বাদী হয়ে এ ব্যাপারে ঝালকাঠি থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ১০, তারিখ ২৯/০৫/২০২০খ্রি:। মামলার অন্য আসামিদের গ্রেফতারের প্রচেষ্টা চলছে বলে জানিয়েছে ঝালকাঠি থানা পুলিশ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest