মোহাম্মদ মাহমুদুল হাসান |
চীফ রিপোর্টার | ঢাকা |
বাংলাদেশে করোনায় গত ২৪ ঘন্টায় ১১,৪৩৯টি নমুনা ৫২টি ল্যাবে পরীক্ষা করে নতুন আক্রান্ত পাওয়া গেছে ২,৩৮১জন। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৩,২০,৩৬৯জনের। এ পর্যন্ত মোট আক্রান্ত ৪৯,৫৩৪জন। নতুন মৃত্যুবরন করছে ২২জন, এ পর্যন্ত মোট মৃত্যু ৬৭২জন, নতুন সুস্থ ৮১৬জন, এ পর্যন্ত মোট সুস্থ ১০,৫৯৭জন।
ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তর।
বিশ্বজুড়ে করোনা আপডেটঃ
• মোট আক্রান্ত৬২,৬৭,৬৬৯জন,
• মোট মৃত্যু ৩,৭৩,৯৬১জন,
• মোট সুস্থ্য ২৮,৪৮,২৯৪জন।