উৎকোচ না পেয়ে বিদ্যুৎ লাইনের সংযোগ কেটে দেয়া।

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০১৯

উৎকোচ না পেয়ে বিদ্যুৎ লাইনের সংযোগ কেটে দেয়া।

ইরফান সুজন, স্টাফ রিপোর্টরঃ বরিশালের বানারীপাড়ায় উৎকোচ না পেয়ে বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ায় এক মুক্তিযোদ্ধার পরিবার অন্ধকারে থাকার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে,প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ‘বুলবুল’র আঘাতে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের সাতবাড়িয়া গ্রামে শত শত গাছ পড়ে বিদ্যুতের পিলার ও লাইন লন্ডভন্ড হয়ে যায়। তাড়াতাড়ি বিদ্যুৎ লাইন পাওয়ার আশায় স্থানীয় লোকজন নিজেরাই গাছ কেটে লাইন ক্লিয়ার করে দেয়।কিন্তু ঘূর্ণিঝড়ের দুই সপ্তাহ পরে স্থানীয়দের সহায়তায় বিদ্যুৎ অফিসের ফোরম্যান সবুজ গ্রাহকদের মিটার প্রতি নির্দিষ্ট পরিমাণে টাকা গ্রহণ করে এলাকায় বিদ্যুৎ সংযোগ দেয় এবং টাকা না দিলে সংযোগ দেওয়া হবে না বলে জানিয়ে দেওয়া হয়।কিন্তু ঐ এলাকার অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সত্তার টাকা দিতে রাজি না হওয়ায় তার মিটারের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ফলে আশেপাশে সব বাড়িতে বিদ্যুতের আলো জ্বললেও তিনি এখনও অন্ধকারে রয়ে গেছেন।এ বিষয়ে মুক্তিযোদ্ধা আবদুস সত্তারের ছেলে মনির হোসেন অভিযোগ করেন, আমাদের বিদ্যুৎ লাইন ক্লিয়ার এবং মিটারেও কোনো সমস্যা নেই। কিন্তু আমরা টাকা দেইনি বলে আমাদের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।এদিকে একটি লাল-সবুজ পতাকা ও স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠায় মৃত্যুকে পায়ের ভৃত্য মনে করে রণাঙ্গণে যুদ্ধ করে যাঁরা বাঙালী জাতিকে স্বাধীন ভূখন্ড উপহার দিয়েছেন সেই মুক্তিযোদ্ধার বাসার বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে তাঁর পরিবারকে অন্ধকারে রাখায় এলাকার সচেতন মহল ক্ষোভ প্রকাশ করেছেন। এ ব্যপারে বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২’র বানারীপাড়া সাব-ষ্টেশনের এজিএম মতিউর রহমান জানান তিনি বিদ্যুত সংযোগের নামে কাউকে টাকা (উৎকোচ) না দেওয়ার জন্য প্রতিটি এলাকায় মাইকিং করে গ্রাহকদের সতর্ক করেছেন।এছাড়া তিনি ক্ষতিগ্রস্থ বিভিন্ন এলাকা পরিদর্শনে গিয়ে গ্রাহকদের সঙ্গে মতবিনিময়কালে এ ব্যপারে মৌখিকভাবেও সতর্ক করার পাশাপাশি কেউ উৎকোচ দাবী করলে তাকে বেধে রাখার জন্য বলেছেন।তারপরেও কারও বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেলে তদন্তপূর্বক তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি জানান।এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডারের দায়িত্বে থাকা শেখ আব্দুল্লাহ সাদীদ জানান অভিযুক্ত ফোরম্যান সবুজের ব্যপারে তদন্ত পূর্বক ব্যবস্থা ও ওই মুক্তিযোদ্ধার তড়িৎ বাসায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য বিদ্যুৎ অফিসের এজিএমকে এখনি নির্দেশ দিচ্ছি।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest