সেনবাগে একই পরিবারের শিশু সহ ৪ জনের করোনা শনাক্ত,মৃত্যু -১জন

প্রকাশিত: ৫:৪৪ অপরাহ্ণ, জুন ২, ২০২০

সেনবাগে একই পরিবারের শিশু সহ ৪ জনের করোনা শনাক্ত,মৃত্যু -১জন
ফখরুদ্দিন মোবারক শাহ রিপন,নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর সেনবাগ পৌরসভার অর্জুনতলা গ্রামে এবার একই পরিবারের শিশুসহ ৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর আগে গত ২৮ মে ওই পরিবারের প্রধান ১ম শ্রেণীর ঠিকাদার নুর নবীর শরীরে করোনা শনাক্ত হয়েছিলো। তার সংস্পর্শে এসে এরাও সংক্রমিত হয়। নতুন ভাবে করোনায় সংক্রমিতরা হলেন- পৌরসভার ৩নং ওয়ার্ডের অর্জুনতলা গ্রামের রাজিয়া বেগম (৭২), ছেলের বৌ ফারহানা তাহের (৩৫) , নাতনী ত্বন্মী (১৪) ও নাতী তোহা (১০)। এর আগে ৩০ মে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের মহিদীপুর গ্রামের মোঃ আহছান উল্লা (৫৫)নামে এক ব্যাক্তি করোনায় আক্রান্ত হয়ে আজ সোমবারে মারা যায়। বিষয়টি নিশ্চিত করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডাক্তার মতিউর রহমান। তিনি জানান, গত ২৮ মে অর্জুনতলা গ্রামের ঠিকাদার নুর নবীর শরীরে করোনা শনাক্ত হয়েছিলো। যেহেতু তিনি পরিবারের সদস্যদের সংস্পর্শে এসেছেন এই কারণে ৩০ মে তাদের পরিবারের শিশু ও বৃদ্ধা সহ ৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি ইউনিভার্সিটি পিসিআর ল্যাবে প্রেরণ করেন। এরপর সোমবার রাতে ওই দুইটি পিসিআর ল্যাব থেকে তাদের ৪ জনের করোনা শনাক্ত হয় বলে উপজেলা স্বাস্থ্য বিভাগকে অবহিত করা হয় । এরপর স্বাস্থ্য বিভাগ আজ মঙ্গলবার নতুন করে ওই বাড়িটি লকডাউন করে। এবং আক্রাতদের প্রয়োজীয় ঔষধ সরবরাহ করেন।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest