ঝালকাঠি কারাগারে মাদক মামলাযর কয়েদির মৃত্যু

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, জুন ২, ২০২০

ঝালকাঠি কারাগারে মাদক মামলাযর কয়েদির মৃত্যু
রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি :: ঝালকাঠি কারাগারে মাদক মামলায় বিচারাধীন এক কয়েদীর মৃত্যু হয়েছে। হুমায়ুন কবির দর্পণ (৫৩) নামে ওই ব্যক্তি বরিশাল জেলা শহরের জিয়া সড়কের সৈয়দ হালিম মিয়ার ছেলে। সোমবার (১ জুন) রাতে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়, জানান ঝালকাঠি জেল সুপার শফিউল আলম। ওই ব্যক্তি কারাগারের ভেতর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার সন্ধ্যায় বুকে ব্যথা অনুভব করলে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। ময়না তদন্তের জন্য বিচারাধীন ওই কয়েদীর মরদেহ মর্গে পাঠানো হয়েছে জানিয়ে জেলা সুপার বলেন, ওই ব্যক্তির বিরুদ্ধে ঢাকার খিলগাঁও থানার ২টি এবং ঝালকাঠি সদর থানায় একটি মাদক মামলা রয়েছে বিচারাধীন রয়েছে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest