মোঃমনিরুল ইসলাম পটুয়াখালী (রাঙ্গাবালী) প্রতিনিধি পটুয়াখালী রাঙ্গাবালী উপজেলায়র বাহের চর কৃষি ব্যাংক এ সামাজিক দূরাত্ত না মেনে চলছে বয়ষ্ক, বিদবা ও পঙ্গু ভাতা প্রদান করা হচ্ছে। এখানে শত শত মানুষ ভীর করে এক জায়গায় জমা হয়ে তারা করোনা পরিস্থিতি না মেনে কৃষি ব্যাংক থেকে তুলে নিচ্ছে তাদের ভাতা।অমান্য করা হচ্ছে সরকারি আইন।কারো মুখে নেই কোন মাক্স। সেখানে উপস্থিত হলে মনে হয় করোনাভাইরাস বলে কিছুই নাই। কৃষি ব্যাংক এর কারনে এলাকা বাসি বিপদে আছে।তারা বলে এভাবে ভাতা প্রদান করলে আমরা কেউ বাঁচতে পারবোনা।আমরা এর প্রতিকার চাই। আলোকিতো সময়এর প্রতিনিধি মোঃ মনিরুল ইসাম ব্যাংকে গেলে তারা বলে আপনি বন্ধ করে দেন।তাদের কে বলেন টাকা দেয়া হবে না।তারা করনার কোন তোয়াক্কা করে না ইউএনও মাশফাকুর রহমা বলেন,ব্যাংকের ম্যানেজার সাহেব এর বক্তব্য নিয়ে নিউজ করেন।একাজটা কেন করে।অবশ্য আমি এর ব্যাবস্থা নিবো।