দিনাজপুরের চিরিরবন্দরে ক‌রোনা উপসর্গ নিয়ে মৃত নারীর ফলাফল “পজিটিভ”

প্রকাশিত: ৬:৪০ অপরাহ্ণ, জুন ৩, ২০২০

দিনাজপুরের চিরিরবন্দরে ক‌রোনা উপসর্গ নিয়ে মৃত নারীর ফলাফল “পজিটিভ”
চৌধুরী নুপুর নাহার তাজ বিশেষ প্রতিনিধি দিনাজপুর দিনাজপুরের চিরিরবন্দরে করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা যাওয়া ঢাকা ফেরত ২৯ বছ‌র বয়‌সের গার্মেন্টসকর্মী নারীর ‘‌কো‌ভিড-১৯ পজিটিভ’ এসেছে। জানাগেছে, ওই নারী ঢাকা শ্রীপুর এলাকার এক‌টি পোশাক কারখানার শ্র‌মিক ছি‌লেন। দীর্ঘদিন যাবত তিনি জ্বর সর্দি, কাশিতে ভুগছিলেন এ অবস্থায় তিনি গত ৩০ মে শ‌নিবার দুপুরে ঢাকা থেকে বাড়িতে ফিরেই অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল ক‌লেজ হাসপাতালের ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার ক‌রোনা উপসর্গ থাকায় স্বাস্থ্য বিভাগ নমুনা সংগ্রহ করে পিসিআর ল্যাবে পাঠায়। মঙ্গলবার ২ জুন পি‌সিআর ল্যাব থেকে রি‌পো‌র্টে তার ফলাফল প‌জে‌টিভ আ‌সে। মৃত ঐ নারীর বা‌ড়ী চি‌রিরবন্দ‌র উপজেলার ইসবপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়ার গ্রা‌মে। এ‌দি‌কে ২ জুন পর্যন্ত উপজেলায় করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ জনে। যাদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১ জন।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest