মেহেন্দিগঞ্জে বাড়তে শুরু করেছে করোনা রুগীর সংখ্যা

প্রকাশিত: ১০:২৯ অপরাহ্ণ, জুন ৩, ২০২০

মেহেন্দিগঞ্জে বাড়তে শুরু করেছে করোনা রুগীর  সংখ্যা

মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ-
মেহেন্দিগঞ্জে ক্রমেই বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসের রোগী। এরই মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স সহ আরো ৩ জন নতুন করে করোনা রোগী সনাক্ত হয়েছে। জানাগেছে গত ৩১মে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস.এম রমিজ উদ্দিনের করোনা পজেটিভ রির্পোট আসার পর স্বাস্থ্য কমপ্লেক্সের ১৭ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। গতকাল নার্স মিনারা বেগমের পজিটিভ রিপোর্ট আসায় সকালে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে প্রেরণ করা হয়। এর আগে পৌর এলাকার খরকী ওয়ার্ডের বাসিন্দা ছালমা বেগমের করোনা সনাক্ত হওয়ায় তার দেবর জসিমের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে ১ জুন তার রিপোর্টও পজেটিভ আসে। এছাড়া গতকাল সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয়ের অফিস সহায়ক জয়নাল আবেদীনের রিপোর্টও পজেটিভ আসে। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেণ উপজেলা নির্বাহী অফিসার পিজুস চন্দ্র দে। অপরদিকে উপজেলার উলানিয়া ইউনিয়নের আশা গ্রামে মৃত মোজাম্মেল হকের ছেলে তৌফিক হোসেন এছাহাক এর শরীরে করোনা উপসর্গ দেখা দিলে বুধবার উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে তাকে ঢাকায় নেওয়া হয়। এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জানান, আমি খোজঁ-খবর নিচ্ছি। যদি করোনা আক্রান্ত হয়ে থাকে তাহলে তার বাড়ি সহ এলাকাটিকে লকডাউন করা হবে। ওই এলাকার ইউপি সদস্য জসিম উদ্দিন গণমাধ্যমকে জানান, তৌফিক ঢাকায় থাকতেন। কবে সে বাড়িতে এসেছে তা আমরা জানি না। বুধবার দুপুরে হেলিকপ্টার আসার পরে এলাকাবাসীর কাছে শুনতে পাই তৌফিক করোনায় আক্রান্ত ছিলেন। তবে পরিবারের দাবী ভিন্ন। তারা দাবী করেণ তৌফিক করোনা নয়, টাইফয়েডে ভুগছেন দীর্ঘ ৭/৮ দিন যাবত। উন্নত চিকিৎসার জন্যই তাকে ঢাকায় নেওয়া হয়েছে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest