মোঃ সাগর মল্লিক বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটের ফকিরহাটে স্বাস্থ্যবিধি না মেনেই চলছে পশুর হাট।উপজেলার বেতাগা পশুর হাতে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই চলেছে পশু বেচা কেনা।করোনার মাঝেও সংকিত হয়ে পশু নিয়ে হাটে আসছে ব্যাপারী ও খামারীরা। শুক্রুবার বেলা ১২ টায় সরেজমিনে গিয়ে দেখা হাজার লোকের সমাগম। এদিকে এমন পরিস্থিতি দেখে এলাকার সচেতন মহল এক প্রকার আতংকিত,সচেতন মহলের দাবী এমনভাবে যদি লোক সমাগমের মাধ্যমে হাট চলে তবে করোনাভাইরাস বেশিই সংক্রমিত হবে। হাটে আসা ব্যাবসায়ী ও খামারীদের সাথে কথা হলে তারা বলেন, হাটে পশু না বিক্রি করলে সংসার চলবেনা।জীবন বাচানোর জন্যই হাটে এসেছি পশু বিক্রি করতে,ঝুকি আছে জানি তবুও পরিবারকে নিয়ে খেয়ে পরেতো বাচা লাগবে। এদিকে পশুর হাট কর্তৃপক্ষ ও প্রশাসন বারবার সামাজিক দূরত্ব মেনে চলে কেনাবেচা করার অনুরোধ করলেও কোন উপকার হইনি।শুধু সামাজিক দূরত্ব নই, মাস্ক ও পড়েনি বহু ক্রেতা বিক্রেতা।