কাঠালিয়ায় প্রধান মন্ত্রীর মসজিদে দেয়া অনুদানের টাকা বিতরন

প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, জুন ৫, ২০২০

কাঠালিয়ায় প্রধান মন্ত্রীর মসজিদে দেয়া অনুদানের টাকা বিতরন

কাঠালিয়া(ঝালকাঠি) প্রতিনিধি:
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ৬টি ইউনিয়নের জামে ও পাঞ্জেগানা মসজিদে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনায় মসজিদের অনুকুলে দেয়া প্রনোদনার অনুদানের টাকা বিতরণ করা হয়েছে। শুক্রবার উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলার ৫৭৯ টি মসজিদে ৫ হাজার টাকা করে বিতরন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ই’ফারফিল্ট সুপার ভাইজার মুহাম্মদ মিজানুর রহমান ইমরান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক মো. আবদুল হালিম, মডেল কেয়ারটেকার মুয়াজ্জিন মো. আনিচুর রহমান, মসজিদের সভাপতি, ইমাম-মুয়াজ্জিন ও ইউনিয়ন কেয়ারটেকারবৃন্দ।

প্রতিটি মসজিদে ৫ হাজার করে মোট ৫৭৯ টি মসজিদে এ অনুদানের টাকা বিতরন করা হয়েছে। এর মধ্যে রয়েছে চেচঁরী রামপুর ইউনিয়নে ১১৭টি মসজিদ, পাটিখালঘাটা ইউনিয়নে ৬৭টি মসজিদ, আমুয়া ইউনিয়নে ১৩৪টি মসজিদ, কাঠালিয়া ইউনিয়নে ৭৪টি মসজিদ, শৌলজালিয়া ইউনিয়নে ১১৫টি মসজিদ, আওরাবুনিয়া ইউনিয়নে ৭২টি মসজিদ।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest