মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নে পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগ’র পক্ষ থেকে আজিম হাওলাদার তার ব্যক্তিগত উদ্যোগে বৃক্ষ রোপন করেন। ৫ জুন শুক্রবার সকালে ইউনিয়নের লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ৩০ টি বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপন করা হয়। পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি হাসান সিকদারের নির্দেশনায় ও পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগ’র পক্ষ থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে এ কর্মসূচি করা হয়। বৃক্ষরোপণের এ কর্মসূচিতে পেয়ারা, আমড়া, নিম, আকাশ মনি ও ফুল গাছের চারা রোপন করা হয়। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।