ঢাকা ৭ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, জুন ৬, ২০২০
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ
দেশব্যাপি প্রাণঘাতী করোনা ভাইরাসের কারনে বরিশাল নগরীর কর্মহীন,দরিদ্র ও প্রতিবন্ধী মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ত্রাণ সামগ্রী প্রদান করা হয়।
আজ শনিবার ৬ই জুন বরিশাল জেলা প্রশাসনের সহযোগিতায় এবং ইয়ুথ সংগঠন ইয়ুথনেট ফর ক্লাইমো জাস্টিসের উদ্দগ্যে এই বিতরন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১ টার দিকে নগরের কাউনিয়া ১নং ওয়ার্ড কমিশনার কার্যলয়ের সামনে বসে ৪০ জন কর্মহীন, দরিদ্র প্রতিবন্ধী মানুষের মাঝে এই উপহার সামগ্রী প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বরিশাল মহিলা কল্যান সংস্থার পরিচালক কাউছার পারভীন, ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের প্রধান সম্বন্বয়কারি শাকিলা ইসলাম সহ ইয়ুথনেট সদস্যরা। এসময় প্রত্যেককে চাল, ডাল, আলু, সাবান , তেল, চিনি ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ বিষয়ে বরিশাল জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বলেন, করোনার প্রাদূর্ভাবের পর থেকে মানুষের পাশে রয়েছে বরিশাল জেলা প্রশাসন। তিনি আরও বলেন, বরিশালরে ইয়ুথ সংগঠনের গুলো সবসময় ভালো কাজ করে যারা ধারাবাহিকতা বর্তমানে অব্যাহত রয়েছে। তিনি সবাইকে ঘরে থাকার জন্য আহবান জানিয়েছেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST