নেত্রকোনায় মারুফা হত্যার বিচার দাবী

প্রকাশিত: ৮:৪০ অপরাহ্ণ, জুন ৬, ২০২০

নেত্রকোনায় মারুফা হত্যার বিচার দাবী

নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার মোহনগঞ্জে ইউপি চেয়ারম্যান কাঞ্চনের বাসার কিশোরী গৃহকর্মী মারুফা হত্যার বিচার দাবী করে নেত্রকোনায় মানববন্ধন করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০ টায় নেত্রকোনাস্থ মোহনগঞ্জ সমিতির উদ্যোগে শহরের মোক্তারপাড়া জেলা প্রেসক্লাবের সামনে এই মানব্বন্ধন অনুষ্ঠিত হয়।

এতে জেলা শহরে থাকা মোহনগঞ্জ উপজেলার বাসিন্দা ছাড়াও জেলার বিভিন্ন সামাজিক সংগঠন অংশ নেয়।

এসময় বক্তারা বারহাট্টা উপজেলার সিংধা ইউনিয়নের চেয়ারম্যান শাহ মাহবুব মোর্শেদ কাঞ্চনের বিগত দিনের সকল অন্যায় কর্মকাণ্ড তুলে ধরে প্রধানমন্ত্রীর কাছে সুষ্ঠু বিচার দাবী করেন। এসময় নিহত মারুফার মা আকলিমা আক্তার ক্ষিন কন্ঠে তিনিও তার মেয়ের সুষ্ঠু বিচার চান।
মানববন্ধনে সমাপনী বক্তব্য রাখেন, আয়োজক সংগঠনের আহবায়ক মো. ইকবাল হুসেন তপু।
তিনি বলেন, এর আগেও এই চেয়ারম্যান স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বরখাস্ত হয়ে ১৫ দিনের ভেতরেই আবার দ্বায়িত্বভার গ্রহণ করে। তিনি এমন কর্মকাণ্ড গুলো উপর মহলের তদবিরে করে যাচ্ছেন। বারবার ছাড় পাওয়ায় এমন ধরনের শিশু হত্যার মতো জঘন্য কাজ আজ করেছেন।
এই ঘটনার সুষ্ঠু বিচার না হলে আমরা আমাদের নারীদের কাছে আজীবন ভক্ষক হয়ে থাকবো। সমস্ত নারী শিশুদের জন্য এটা হুমকি সরূপ।

উল্লেখ্য, গত নয় মে ইউপি চেয়ারম্যান কাঞ্চনের মোহনগঞ্জ বাসায় ১৪ বছর বয়সী গৃহকর্মী মারুফা আত্মহত্যা করেছে বলে চেয়ারম্যান নিজেই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এবং প্রচার চালান।
পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পরবর্তীতে ময়নাতদন্তের পর নানার বাড়ি কলমাকান্দায় দাফন করে ১১ মে ৯৯৯ এ কল করে সহায়তা চাইলে পুলিশ সুপার মোঃ আকবর আলী মুনসীর হস্তক্ষেপে মোহনগঞ্জ থানায় মামলা দায়ের হয়। ওইদিন রাতেই চেয়ারম্যানকে পুলিশ আটক করে ১২ মে আদালতে পাঠায়।
পরবর্তীতে ১৪ মে আবার জামিন নিয়ে বেরিয়ে যান চেয়ারম্যান।
এমন একটি চাঞ্চল্যকর মামলায় একদিনেই কি করে জামিন হয় এ নিয়ে মোহনগঞ্জবাসী ক্ষিপ্ত হয়ে উঠলে ফেইসবুকে প্রতিবাদের ঝড় উঠে।
এরই ধারাবাহিকতায় এক যুবকের ফেইসবুক পোস্টকে কেন্দ্র কিরে মোহনগঞ্জের সন্তান প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সাজ্জাদুল হাসানের ভাই বিচারপতি ওবায়দুর রহমান শাহিনকে নিয়ে কটুক্তি করা হয়েছে মর্মে থানায় একটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে ইলিয়াস নামের এক যুবককে আটক করে জেল হাজতে পাঠানো হয়েছে।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest