ঢাকা ৭ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, জুন ৭, ২০২০
শফিউর রহমান কামাল বরিশাল ব্যুরো ঃগতকাল ০৬ জুন তারিখে বরিশাল জেলায় নতুন করে আরো ৪৯ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন। আজ ৪৯ জন সহ অদ্যাবধি এ জেলায় মোট ৬১৫ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন।
গতকাল ০৬ জুন এ জেলায় করোনা আক্রান্ত কোনো ব্যক্তি সুস্থতা লাভ করেনি। অদ্যাবধি এ জেলায় মোট ৫৮ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
গতকাল ০৬ জুন এ জেলায় করোনা আক্রান্ত কেউ মারা যায়নি। অদ্যাবধি এ জেলায় ০৫ জন করোনা পজিটিভ ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।
গতকাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত প্রতিবেদন অনুযায়ী বাবুগঞ্জ উপজেলার ০৩ জন, আগৈলঝাড়া উপজেলার ০২ জন, উজিরপুর ও মুলাদী প্রত্যেক উপজেলার ০১ জন করে ০২ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ০২ জন সদস্য, জেলা পুলিশের ০১ জন সদস্য, ০১ জন শিক্ষানবিশ পুলিশ সদস্য ও ০১ জন পুলিশ পরিবারের সদস্যসহ ০৫ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ০২ জন নার্স, ও ০১ জন মেডিকেল টেকনলজিস্টসহ ০৩ জন, জেনারেল হাসপাতালে কর্মরত ০১ জন নার্স, উপজেলা পবিবার পরিকল্পনা অফিসের ০১ জন স্টাফসহ জেলার স্বাস্থ্য বিভাগে কর্মরত ০৫ জন, বরিশাল সিটি কর্পোরেশনভুক্ত বিভিন্ন এলাকার ৩২ জনসহ মোট ৪৯ জন ব্যক্তি ব্যক্তি আক্রান্ত হয়েছেন।
গত ১২ এপ্রিল থেকে অদ্যাবধি বাবুগঞ্জ উপজেলায় ২৭ জন, সদর উপজেলায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ,নার্স ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রসহ ৫০১ জন, উজিরপুর উপজেলায় ২০ জন, বাকেরগঞ্জ উপজেলায় ১৯ জন, মেহেন্দীগঞ্জ উপজেলায় ১০ জন, হিজলা উপজেলায় ০৫ জন, বানারীপাড়া উপজেলায় ০৯ জন, মুলাদী উপজেলায় ১০ জন, গৌরনদী উপজেলায় ০৬ জন, আগৈলঝাড়া উপজেলায় ০৮ জন করে মোট ৬১৫ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
গতকাল ০৬ জুন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ০২ জন নার্স, ও ০১ জন মেডিকেল টেকনলজিস্টসহ ০৩ জন, জেনারেল হাসপাতালে কর্মরত ০১ জন নার্স, উপজেলা পবিবার পরিকল্পনা অফিসের ০১ জন স্টাফসহ জেলার স্বাস্থ্য বিভাগে কর্মরত ০৫ জন ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। করোনা ভাইরাস প্রাদুর্ভাব শুরুর পর থেকে এ জেলায় স্বাস্থ্য বিভাগে কর্মরত ২২ জন চিকিৎসক (ইন্টার্ন চিকিৎসক ০৬ জন), ৪৩ জন নার্স, ০২ জন রেজিস্টার, ০১ জন নার্স সুপারভাইজার, ০৩ জন মেডিকেল টেকনলজিস্ট, ০২ জন পরিবার পরিকল্পনা পরিদর্শক, ০১ জন স্টোরকিপার, ০১ জন ড্রাইভার, ১২ জন স্টাফ, ০১ জন কার্পেন্টার, ০১ জন পরিচ্ছন্নতাকর্মী সহ সর্বমোট ৮৯ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন।
উল্লেখ্য, গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ০২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনা আক্রান্ত রোগী শনাক্তের পরিপ্রেক্ষিতে ঐদিনই জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST