বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে জনাব অমিতাভ সরকার কে শুভেচ্ছা ও অভিনন্দন

প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, জুন ৯, ২০২০

বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে জনাব অমিতাভ সরকার কে শুভেচ্ছা ও অভিনন্দন
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব জনাব অমিতাভ সরকার বিভাগীয় কমিশনার, বরিশাল বিভাগ পদে যোগদান করতে যাচ্ছেন। বিগত ৪ জুন তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাঁকে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব থেকে বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার পদে পদায়ন করা হয়েছিল। এ উপলক্ষে জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে স্যারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জনের পর ১১ ডিসেম্বর ১৯৯১ সালে ১০ম বিসিএসের একজন কর্মকর্তা হিসেবে জনাব অমিতাভ সরকার প্রশাসন ক্যাডারে বিভাগীয় কমিশনারের কার্যালয়, খুলনায় সহকারী কমিশনার পদে যোগদান করেন। কর্মজীবনে তিনি অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিব হিসেবে স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। মাঠ পর্যায়ে পটুয়াখালীর জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দুইটি জেলায়, উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তিনটি উপজেলায় কাজ করেছেন। এ সময় তিনি মাঠ প্রশাসনে জনপ্রতিনিধি, সরকারি ও বেসরকারি সংস্থার সাথে কাজ করার বাস্তব দক্ষতা অর্জন করেন। তাছাড়া তিনি উপজেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পাইকগাছা উপজেলা, ফুলতলা ও অভয়নগর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) পদে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। তাঁর গৌরবোজ্জ্বল কর্মজীবনের ধারাবাহিকতায় জনাব অমিতাভ সরকার বিভাগীয় কমিশনার, বরিশাল হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। অমিতাভ সরকার ১৯৬৩ সালের ১৪ নভেম্বর মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় জন্মগ্রহন করেন। তিনি স্বর্গীয় মতিশ চন্দ্র সরকার ও স্বর্গীয় বন্দনা রানী সরকারের সন্তান। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং ০১ কন্যা সন্তানের জনক। বরিশাল জেলা প্রশাসক এস ,এম, অজিয়র রহমান বলেন, জেলা প্রশাসনের বরিশালের পক্ষ থেকে স্যারের ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য ও পারিবারিক জীবনের সুখ-সমৃদ্ধি কামনা করছি।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest