ঢাকা ৮ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:২২ পূর্বাহ্ণ, অক্টোবর ১৫, ২০১৯
অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট সম্পূর্ণ হয়েছে। সকাল ৯টা থেকে একটানা বিকাল ৫টা পর্যন্ত ভোট চলে। ওয়ার্ড কাউন্সিলর হিসাবে যারা বিজয়ী হয়েছেন তারা হলেন ১নং ওয়ার্ডে ফরহাদ হোসেন মেহের (বিনা প্রতিদ্বন্ধিতায়) , ২নং ওয়ার্ডে হেলাল উদ্দিন হাওলাদার, ৩নং ওয়ার্ডে অহিদুজ্জামান মাস্টার, ৪নং ওয়ার্ডে রায়হান মাসুম, ৫নং ওয়ার্ডে ইমাম হোসেন হাওলাদার, ৬নং ওয়ার্ড জহিরুল ইসলাম মাসুদ পাটওয়ারী, ৭নং ওয়ার্ডে শাহ মোহাম্মদ জাহেদুল ইসলাম নবীন, ৮নং ওয়ার্ডে সাইফুল কবীর, ৯নং ওয়ার্ডে আনোয়ার হোসেন হিরন হায়দার, ১০নং ওয়ার্ডে সিরাজ মাতাব্বর, ১১নং ওয়ার্ডে এহসানুল হক ফরিদ ১২নং ওয়ার্ডে জসিম উদ্দিন ফরাজী। এছাড়া বিজয়ী সংরক্ষিত ওয়ার্ড মহিলা কাউন্সিলর গণ হলেন : ১,২,৩ নং ওয়ার্ডে মিসেস জান্নাত বেগম । ৪,৫,৬ নং ওয়ার্ডে মিসেস লুৎফা বেগম । ৭,৮,৯ নং ওয়ার্ডে মিসেস দুলী বেগম ১০,১১,১২ নং ওয়ার্ডে ফেরদাউস বেগম। উল্লেখ্য , লালমোহন পৌরসভার মোট ভোটার ছিল ১৯১০০ জন। পুরুষ ৯৭০৩ এবং মহিলা ৯৭৯৭ জন। মেয়র পদে ২জন সহ মোট প্রার্থী ছিল ৬২ জন। ভোলার লালমোহন পৌরসভায় স্বচ্ছতা ও নিরপেক্ষতায় অনন্য নজির সৃষ্টি করা এই নির্বাচনে উৎসবের আনন্দে ভোট দিতে পেরে খুশি আপামর পৌরবাসী।ভোলার সুদক্ষ জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, লালমোহন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল হাসান রুমি, অতিরিক্ত পুলিশ সুপার লালমোহন সার্কেল রাসেলুর রহমান, লালমোহন থানা অফিসার ইনচার্জ মীর খায়রুল কবীর সহ নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তার অবদান কে চিরদিন মনে রাখবে লালমোহন পৌরবাসী।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST