দৈনিক আলোকিত সময় পত্রিকায় সংবাদ প্রকাশের পর ফকিরহাটে অস্থায়ী বাজার স্থানান্তর

প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, জুন ৯, ২০২০

দৈনিক আলোকিত সময় পত্রিকায় সংবাদ প্রকাশের পর ফকিরহাটে অস্থায়ী বাজার স্থানান্তর
মোঃ সাগর মল্লিক বাগেরহাট প্রতিনিধি :
“ফকিরহাটের লখপুর অস্থায়ী বাজারের বেহাল দশা” শিরোনামে সংবাদ প্রকাশের পর বাজার কর্তৃপক্ষ স্থান হস্তান্তর করেছে। করোনা ভাইরাসের পাদুর্ভাব ঠেকাতে স্বাস্থ্যবিধির কথা চিন্তা করে লখপুর আলহাজ্ব আম্বিয়া ইসহাক কলেজিয়েট গার্লস স্কুল এন্ড কলেজ মাঠে অস্থায়ী বাজার করা হয়।কিন্তু
অতিবৃষ্টির ফলে মাঠে কাদা-পানি হওয়ায় দোকানিরা পড়েছিল চরম দূর্ভোগে এবং ক্রেতা শুন্য হয়েছিল।পরে সংবাদ প্রকাশের পর বাজারটি স্থানান্তরিত করা হয়েছে । মঙ্গলবার (৯জুন) বাজার স্থানান্তর করা হয়।দোকানী আতাউর রহমাবের সাথে কথা হলে তিনি বলেন,সংবাদ প্রকাশের পর বাজার
কর্তৃপক্ষ আমার পূর্বের স্থানে বসার অনুমতি দেই,এখন ক্রেতাও আসছে আর কেনাবেচাও হচ্ছে।এব্যাপারে ২নং লখপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আবুল হোসেনের সাথে কথা হলে তিনি বলেন,আমরা করোনার ফলে অস্থায়ী বাজার করেছিলাম। সামাজিক দুরত্ব বজায় রেখে যাতে
জনসাধারণ নিত্যপ্রয়োজনীয় মালামাল ক্র‍্য় বিক্রয় করতে পারে। কিন্তু বৃষ্টির কারণে মাঠে কাদা পানি উঠে যায়। পরবর্তীতে বাজারটি পূর্বের স্থানে হস্তান্তর করি। তভে বাজারকে দুই ভাগে ভাগ করা হয়েছে যাতে জনসমাগম না হয়।

 

 


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest