নবাগত বিভাগীয় কমিশনার অমিতাভ সরকার এর বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব ভার গ্রহণ।

প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, জুন ৯, ২০২০

নবাগত বিভাগীয় কমিশনার অমিতাভ সরকার এর বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব ভার গ্রহণ।

শফিউর রহমান কামাল বরিশাল ব্যুরো ঃস্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব অমিতাভ সরকারকে বরিশাল বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে সরকার গত ৪ জুন বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় তাকে নিয়োগ দিয়ে আদেশ জারি করেন। আজ ৯ জুন মঙ্গলবার দুপুর ১ টার দিকে বরিশাল বিভাগীয় কমিশনার এর বাসভবন এর অফিস কক্ষে দায়িত্ব ভার গ্রহন করেন নবাগত বিভাগীয় কমিশনার অমিতাভ সরকার এসময় দায়িত্ব ভার হস্তান্তর করেন সাবেক বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, এর পূর্বে তাকে ফুলেল শুভেচ্ছা জানান মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। এর আগে একইদিন ৪ জুন পৃথক এক আদেশে বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ ইয়ামিন চৌধুরীকে পদোন্নতি দিয়ে সচিব করে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে পদায়ন করা হয়। দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বরিশাল মোঃ আবদুর রাজ্জাক, জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমানসহ জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক বৃন্দ এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বৃন্দরা উপস্থিত ছিলেন।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest