কলাপাড়ায় খাল দখল করায় ৬ ব্যবসায়ী ও মাস্ক না থাকায় ২ জনকে জরিমানা

প্রকাশিত: ১১:২১ পূর্বাহ্ণ, জুন ১০, ২০২০

কলাপাড়ায় খাল দখল করায় ৬ ব্যবসায়ী ও মাস্ক না থাকায় ২ জনকে জরিমানা
মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়খালীর কলাপাড়া উপজেলার পর্যটন নগরী কুয়াকাটায় ৯ জুন মঙ্গলবার দুপুরে অবৈধভাবে সরকারী খাল দখল করে ঘর নির্মান করার দায়ে ৬ ব্যবসায়ীকে ৩০ হাজার ও করোনা মোকাবেলায় মুখে মাস্ক না থাকায় ২ পথচারীকে ৩০০ টাকা জরিমান করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মন্ডল। জানা যায়, প্রাকৃতিক জলাধার সংরক্ষন আইন ২০০০ এর ৮ ধারা অনুযায়ী আটকৃকত মুরগী ব্যবসায়ী বশির ৫ হাজার টাকা, জালাল মোল্লা ৫ হাজার টাকা, বেল্লাল ৫ হাজার টাকা, ফেরদৌস ৫ হাজার টাকা, রশিদ ৫ হাজার টাকা ও রাজ্জাককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া নভেল ভাইরাস করোনা মোকাবেলায় মুখে মাস্ক ব্যবহার না করে সরকারি আইন অমান্য করায় সংক্রামণ রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০০৮ এর ২৪(১) ধারা লংঘন ও ২৪(২) ধারা মতে কুয়াকাটার বাসিন্দা রুমান ২০০ টাকা ও রুবেলকে ১০০ টাকা জরিমানা করা হয়। পরে এদের সকলের কাছ থেকে মুচলেখা রেখে ছেরে দেয়া হয়।

 


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest