লিটন বায়েজিদ, বরিশাল প্রতিনিধিঃ বানারীপাড়ায় কাওসার হত্যার প্রধান অভিযুক্ত আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। বানারীপাড়ার নলশ্রী গ্রামের মৃত: আব্দুল রব কবিরাজ হাওলাদারের পুত্র কাওসার কবিরাজ (৩০) কে চলতি বছরের ১১ এপ্রিল সকাল সাড়ে ১১টার দিকে ছত্তার হাওলাদারের পুত্র মোয়াজ্জেম হালাদার (৩৫),আউয়াল হাওলাদার(৩০),আব্দুল মালেক সিদারের পুত্র মনিরুল সিকদার(২৫), সাম ফকিরের পুত্র রাসেল ফকির (২০), হামেদ হাওলাদারের পুত্র মেহেদি হাওলাদার(৩০), মৃত: আব্দুস ছত্তার হাওলাদার এর পুত্র কামাল(৪০) মিলে হত্যার উদ্দেশ্যে মাথায় ও ঘারে আঘাত করে। একই দিন বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান কাওসার কবিরাজ। এদের সর্বসাং : করফাকর। এ বিষয়ে বানারীপাড়ায় থানায় দায়েরকৃত মামলা নং ৯,তারিখ : ২০। এদেরমধ্যে এজাহার থেকে কৌশলে মোয়াজ্জেম গং এর নাম এজাহার থেকে বাদ দেয়া হয়। মামলার বাদী রওশন আরা বেগম অভিযোগ করেন-আসামীরা প্রকাশ্যে এলাকায় ঘুরে বেড়াচ্ছে। আর তারা হুমকী ধামকী দিচ্ছে। এতে আমি জীবনের চরম নিরাপত্তাহীনতায় বসবাস করছি। আমার ছেলের খুনির বিচার চাই। তার কি অপরাধ ছিল? কেন তাকে এতো নির্মমভাবে হত্যা করা হলো।