ঢাকা ১৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, জুন ১০, ২০২০
মোঃ হাইরাজ বরগুনা প্রতিনিধি
বরগুনার তালতলী উপজেলা সড়কের সোমবার( ৮ জুন) সন্ধ্যায় গাছের কোঠর থেকে পাখি ধরে নিয়ে জবাই করে ডিমের পাশে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুকে আপলোড করে। পাখি হত্যা কারি খালেক মুন্সির ছেলে কামরুজ্জামান ফারুকের বিরুদ্ধে তালতলী থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে।
পাখি হত্যার বিষয় পাখি বিশেষজ্ঞ ও পাখি প্রেমীদের তোপের মুখে পরে হত্যকারী কামরুজ্জামান ফারুক, সোচ্চার হয় বিভিন্ন সামাজিক সংগঠন ও সংবাদ কর্মীরা পাখি হত্যার বিষয়ে জাতীয় ও অনলাইনে প্রটালে নিউজ প্রকাশিত হওয়ার পর। মঙলবার রাতেই তালতলী থানায় মামলা দায়ের করেন। বরগুনার বাসিন্দা পাখি প্রেমি সাগর কর্মকার ও তালতলী ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা নয়ন মিস্ত্রি। কামরুজ্জামান ফারুকের বিরুদ্ধে বন্য প্রাণি সুরক্ষা আইন ২০১২ এ মামলা দায়ের হয়েছে।
বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী কঠোরভাবে বিষয়টি নজরে নিয়েছেন। ঘটনার দিন রাতেই তার বাড়িতে পুলিশের একটি টিম তাকে ধরার চেষ্টা করেছিল। তবে বাড়িতে না থাকায় তাকে ধরা এখনো সম্ভব হয়নি।
পাখি হত্যার বিষয় সামাজিক প্রতিরোধ গড়ে তোলা ও আইনি পদক্ষেপ সহ সার্বিক আর্থিক সকল সহযোগীতা ও পরিচালনা করে যাচ্ছেন প্রাণী অধিকার সংগঠক এ্যাডভোকেট সুনাম দেবনাথ। মামলাটি পরিচালনা করছেন বরগুনার তরুণ সমাজকর্মী এ্যাডভোকেট সাইমুল ইসলাম রাব্বি।
পাখি বিশেষজ্ঞ রুদ্র রুহান বলছেন মাছরাঙা পাখি বাংলাদেশে প্রায়–বিলুপ্ত প্রজাতির পাখি।
প্রজনন সময় ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত। এছাড়াও বছরের যে কোন সময়েও মাছরাঙা ডিম-বাচ্চা ফোটায়। জলাশয়ের খাড়া পাড়ে বা পুরনো গাছের কোঠরে বাসা বাঁধে। ডিম পাড়ে ২-৪-৬টি। ডিম ফুটতে সময় লাগে ১৯-২০ দিন। বাচ্চা উড়তে শেখে ২০-২৫ দিনে
প্রাণী অধিকার সংগঠক এ্যাডভোকেট সুনাম দেবনাথ। ২০১২ সালের বন্য প্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী, প্রোটেকটেড বার্ড বা সুরক্ষিত এসব পাখি শিকার করা দণ্ডনীয় অপরাধ—(এক) বছর কারাদণ্ড অথবা (এক) লক্ষ টাকা পর্যন্ত অর্থদন্ড অথবা উভয় দন্ডে দন্ডিত হইবেন এবং একই
অপরাধের পুনরাবৃত্তি ঘটাইলে সর্বোচ্চ (দুই) বৎসর পর্যন্ত কারাদন্ড অথবা সর্বোচ্চ (দুই) লক্ষ টাকা অর্থদন্ড বা উভয় দন্ডে দন্ডিত হবে বলে আইনে বলা হয়েছে।
এ বিষয় তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান মিয়া বলেন, পাখি হত্যাকারি
কামরুজ্জামান ফারুকের বিরুদ্ধে বন্য প্রাণি সুরক্ষা আইন ২০১২ এ দুটি মামলা তালতলী থানায় দায়ের হয়েছে। তাকে ধরার চেষ্টা অব্যাহত রয়েছে
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST