ভোলা প্রতিনিধি।। ভোলার দৌলতখান উপজেলার দক্ষিণ সৈয়দপুর ইউনিয়নের জমি জামার বিরোধের জেরে হামলা ঘটনা ঘটে এতে ৩ জন আহত হয়। উপজেলার দক্ষিণ সৈয়দপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চরসুফি মাঝির হাট সরদার বাড়ির বদরুজ্জামান এর ছেলে সাহাবুউদ্দিন (৩০) সাহে আমল এর ছেলে শাহাদাত (২০) ও মনু বেপার (৭০) এর উপর স্থানীয় একই বাড়ির আবদুল হক এর নেতৃত্বে একদল সন্ত্রাশী বাহিনী হামলা করে। এতে মনু বেপারি, সাহাবুউদ্দিন, ও শাহাদাত আহত হয়। স্থানীয়রা আহত অবস্থায় তাদের দৌলতখান হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। তাদের মধ্যে সাহাবুউদ্দিন ও শাহাদাতের অবস্থা গুরুতর থাকায় তাকে দৌলতখান হাসপাতাল থেকে ভোলা সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে আসে। তারা ভোলা সদর হাসপাতালের পুরুষ সার্জারী ওয়ার্ডের ৩২ ও ৩৩ নাম্বার বেডে চিকিৎসারত আছেন। স্থানীয় সূত্রে জানাযায়, শুক্রবার( ১২ জুন) সকালে সরদার বাড়িতে ওয়ারিশিয় জমির মাটি কারা নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে সরদার বাড়ির আবদুল হকের নেতৃত্বে তার ভাতিজা জামাল, ফকরুল ইসলাম, সেলিম, জাকির হোসেন, সানাউল্লাহ, সালাউদ্দিন, রাকিব, মিরাজ গংরা একই বাড়ির মনু বেপারি, সাহাবুউদ্দিন, শাহাদাতের উপর দেশিও অস্ত্র লাঠি সোঁটা নিয়ে হামলা চালায়। আহত সাহাবুউদ্দিন বলেন , আমাদের ওয়ারিশি জমি নিয়ে দিঘ্যদিন যাবৎ আমাদের একই বাড়ির আবদুল হকদের সাথে বিরোধলেগেই আছে। এই বিরোধ মিমাংসার জন্য ইউপি মেম্বার, চেয়ারম্যানদের সাথে একাধিকবার শালিসিতে বসা হয়েছে তাদেও কোন সুরাহা হয়নি। কিছুদিন আগেও শালিসিতে ইউপি মেম্বারের নেতৃত্বে শালিসে বসেছিলাম তখন সবার সম্মতিক্রমে বলা হয়েছে ঈদের পরে দুই পক্ষ বসে বিষয় টা মিমাংসা করা হবে। যতদিন না এই মিমাংসা হয় ততোদিন ওই জমিতে কেউ ভোগদখল করবে না। ইউপি মেম্বারের এই নিষেধ অমান্য করে ওই জমিতে আবদুল হক গংরা মাটি কটতেছে। আমরা তাদের মাটি কাটতে বাধা দিলে তারা আমাদের উপর এই অনাকাঙ্ক্ষিত হামলা চালায়। এ ঘটনায় অভিযুক্ত আবদুল হকের ভাতিজা জামাল এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি বলেন আমাদের বাড়ির জমি নিয়ে ঝামেলা চলে, আর আমি মাটি কাটছি বিলে জমিতে এতে তো কোন সমস্যা হওয়ার কথা না। এ ঘটনায় সাহাবুউদ্দিন গংরা দৌলতখান থানায় একটি মামলার প্রস্ততি নিচ্ছে বলে জানা যায়।