মোঃ হাইরাজ বরগুনা প্রতিনিধি।। বরগুনার তালতলী থানা পুলিশের পক্ষ থেকে উপজেলার মাহেন্দ্রগাড়ী চালক, মটর সাইকেল চালক,,অটো গাড়ী চালক, এবং গ্রাম পুলিশ দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে তালতলী থানার সামনে সামাজিক দুরত্ব বজায় রেখে, উপজেলার বিভিন্ন স্ট্যান্ডের গাড়ি চালক ও গ্রাম পুলিশদের মাঝে। তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান মিয়া, এ খাদ্য সামগ্রি বিতারন করেন। এ বিষয়ে ব্যাপারে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান মিয়া বলেন , ঘুর্ণিঝড় আমফান ও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায়, তালতলী থানা পুলিশ সবসময়ই জনগণকে নিরাপদ রাখার জন্য, করোনা ভাইরাসের স্বাস্থ্য সচেতনতা কার্যক্রমের পাশাপাশি মানবিক সহযোগিতা করে আসছে। আমাদের পক্ষ থেকে মাক্স, সানিটেশন ও জনগনকে সচেতনতা মুলক লিফলেট ও মাইকিং করা হয়েছিল। তার পাশাপাশি দুস্থ, অসহায় ও কর্মহীন মানুষের মধ্যে পূর্বেও বিভিন্ন সময় খাদ্য বিতরণ করেছি। আজ আমরা চারশত পরিবারের মাঝে খাদ্য সামগ্রি বিতারন করেছি।