স্মরণসভায় বক্তারা মনোয়ার বখত নেক আমৃত্যু জনকল্যাণে কাজ করে গেছেন

প্রকাশিত: ৫:৩৪ পূর্বাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৯

স্মরণসভায় বক্তারা  মনোয়ার বখত নেক আমৃত্যু  জনকল্যাণে কাজ করে গেছেন

শামসুল কাদির মিছবাহ, সুনামগঞ্জ: গণমানুষের নেতা, বীর মুক্তিযোদ্ধা, সাবেক সুনামগঞ্জ পৌর চেয়ারম্যান মনোয়ার বখত নেক এর ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভা ও পুরস্কার বিতরণি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪ টায় একতারা শিল্পীগোষ্ঠীর আয়োজনে শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার (পাবলিক লাইব্রেরী) মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। একতারা শিল্পী গোষ্ঠীর সিনিয়র সহ-সভাপতি ঝন্টু তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈকতুল ইসলাম শওকত ও সমাজকর্মী শশী’র যৌথ পরিচালনায় স্মরণসভায় বক্তারা বলেন, ‘মনোয়ার বখত নেক ছিলেন জনদরদী জননেতা। সুনামগঞ্জের যে ক’জন গুণি মানুষ গত হয়েছেন মনোয়ার বখত নেক ছিলেন তাদের মধ্যে অন্যতম। তিনি আপাদমস্তক একজন ভালো মানুষ ছিলেন, ছিলেন গরীব-দু:খী মানুষের অকৃতিম বন্ধু। তাঁর গুণের কথা বলে শেষ করা যাবে না। ক্ষণজন্মা এই মানুষটি সুনামগঞ্জ সড়ক ও জনপথে অগ্নিদগ্ধ মানুষকে রক্ষা করতে গিয়ে নিজেই দগ্ধ হয়েছিলেন। পরে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকাবস্থায় অকালে মৃত্যুবরণ করেন। বক্তারা আরো বলেন, মনোয়ার বখত নেক আমৃত্যু জনকল্যাণে কাজ করে গেছেন। সজ্জন রাজনীতিক ও জনদরদী এই মানুষটি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধেও সাহসী ভূমিকা রেখেছেন। নেক ছিলেন অসাম্প্রদায়িক ও জনদরদী নেতা। তিনি ছিলেন অসম সাহসী। অনেক অসাধ্যকে সহজেই সাধন করতে পারতেন। তাঁর মানবিক ও মানসিক শক্তি ছিলো প্রখর। মূলত মানবিক গুণাবলির কারণেই তিনি হয়ে ওঠেছিলেন সর্বসাধারণের আস্তা ও ভরসার প্রতীক। স্মরণসভায় বক্তব্য রাখেন, প্রবীণ শিক্ষাবিদ ও সনাক সভাপতি ধূর্য্যটি কুমার বসু, সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ দিলিপ কুমার মজুমদার, শিক্ষাবিদ যোগেশ্বর দাশ, লেখক ও আইনজীবী ও সনাক’র উপদেষ্টা হোসেন তৌফিক চৌধুরী, লেখক ও মুক্তিযোদ্ধা মতিউর রহমান, আওয়ামী লীগ নেতা মঞ্জারুল হাসান, লেখক ও আইনজীবী সালেহ আহমদ, আইনজীবী সমিতির প্রাক্তন সভাপতি ও কবি অ্যাড. রোকেশ লেইস, আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. চান মিয়া, পূজা উদযাপন কমিটির জেলা সভাপতি অ্যাড. বিমান কান্তি রায়, সুনামগঞ্জ পৌর কলেজের সহকারী অধ্যাপক শাহ আবু নাসের। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ পৌর আ.লীগের সহসভাপতি সফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক লিটন সরকার, স্বপ্নীল ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সাংবাদিক শামসুল কাদির মিছবাহ, গাঙচিল জেলা শাখার সভাপতি কবি ওবায়দুল হক মুন্সী, একতারা শিল্পী গোষ্ঠীর সাংগঠনিক সম্পাদক আমানুল হক রাসেল, আমির হোসেন, সংগঠক আনিরুজ্জামান মাছুম, রাজ কুমার বর্মণ প্রমুখ। উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা সাবেক সুনামগঞ্জ পৌর চেয়ারম্যান মনোয়ার বখত নেক ১৯৫০ সালে ১ জানুয়ারী শহরের আরপিন নগরে জন্মগ্রহন করেন এবং ১৯৯৮ সালে ১ ডিসেম্বর নিউইয়র্কের সিটি হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।


মুজিব বর্ষ

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest