মোঃ সাগর মল্লিক বাগেরহাট প্রতিনিধি ফকিরহাটে নতুন করে আরও ২জন সনাক্ত মোট ২৬জন সনাক্ত হয়েছে বাগেরহাটের ফকিরহাটে নতুন করে আরও দুই জন করোনা সনাক্ত হয়েছে। যে দুইজন সনাক্ত হয়েছে তারা উভয় স্বামী-স্ত্রী। যারা ফকিরহাটের আট্টাকী এলাকায় বসবাস করে। ফকিরহাটে এ পর্যন্ত করোনা সনাক্ত হয়েছে মোট ২৬জন। এরমধ্যে ১১জন সুস্থ হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: অসিম কুমার সমাদ্দার। বর্তমানে ফকিরহাটে হোমকোয়ারেন্টাইনে আছেন ১৬জন। যারা ইতিমধ্যে বিভিন্ন স্থান থেকে এসেছে।