ঢাকা ৮ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
কামরুজ্জামান বাঁধন,বিশেষ প্রতিনিধি\
পটুয়াখালীর মির্জাগঞ্জ থানা পুলিশের উদ্যোগে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে উপজেলার সুবিদখালীতে সামাজিক দূরত্ব বজায় রেখে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯জুন) বিকাল ৪টায় উপজেলা সদর সুবিদখালী তিন রাস্তার মোড় সংলগ্ন বিট পুলিশিং কার্য্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) এম.আর শওকত আনোয়ার ইসলাম।বিট অফিসার এস.আই সুমন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী মো.বাহাউদ্দীন ব্যাপারী, আলহাজ্ব মো.আবু ব্যাপারী,মির্জাগঞ্জ উপজেলা ক্যামিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির সাধারন সম্পাদক মো.আবুল কালাম মৃধা ও সাংবাদিক কামরুজ্জামান বাঁধন প্রমূখ। সভায় প্রধান অতিথি অফিসার ইনচার্জ(ওসি) এম.আর শওকত আনোয়ার ইসলাম বলেন,পটুয়াখালী জেলা পুলিশ সুপার মাইনুল হাসান পিপিএম স্যার এর নির্দেশনায় মির্জাগঞ্জ উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ৬টি ইউনিয়নের বিট পুলিশিং কার্যক্রম সক্রিয় করা হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে গণজমায়েত এড়িয়ে চলা,মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাসহ সরকারী নির্দেশনা বাস্তবায়নে বিট পুলিশিং কার্যক্রমসহ মির্জাগঞ্জ থানা পুলিশের মোবাইল টিম নিরলস কাজ করে যাচ্ছে। পুলিশ ও জনগণের মধ্যে সেতু বন্ধন তৈরী করতে দায়িত্ব প্রাপ্ত বিট অফিসারকে তথ্য দিয়ে সহযোগীতা করার জন্য এবং দোকান পরিচালনার সময়সূচী ও সরকারী স্বাস্থ্য বিধি মেনে ব্যবসায়ীদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করার জন্য স্থানীয় জনসাধারন ও ব্যবসায়ীদের অনুরোধ করেন।##
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST