মহিপুরে অসহায় জেলেদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন কুয়াকাটা সোসাইটি।

প্রকাশিত: ৭:২৬ অপরাহ্ণ, জুন ২০, ২০২০

মহিপুরে অসহায় জেলেদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন    কুয়াকাটা সোসাইটি।

আবুল হোসেন রাজু,কুয়াকাটা প্রতিনিধি।
পটুয়াখালীর মহিপুরে “কুয়াকাটা সোসাইটি” নামক একটি সেবামূলক সংগঠনের উদ্দোগে বেসরকারি সংস্থা বিদ্যানন্দের আর্থিক সহযোগিতায় ৫ শতাধিক জেলেদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ ২০ জুন (শনিবার ) সকাল ৯ টায় মহিপুরের ইউসুফপুর বালিকা দাখিল মাদরাসা প্রাঙ্গণে ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন কুয়াকাটা সোসাইটির সভাপতি ও বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন বাংলাভিশনের এর প্রাদন বার্তা সম্পাদক বদরুল আলম নাবিল, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি জাহিদ রিপন, কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি বুলেট আকন, সাধারণ সম্পাদক কাজী সাইদ, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, মদরাসার সুপার মাওলানা মোঃ সফিকুল আলম, মহিপুর থানা পুলিশের এস আই মনিরুল ইসলাম, বাংলাভিষনের কুয়াকাটা প্রতিনিধি জহিরুল ইসলাম মীরন, দিপ্ত টিভির জেলা প্রতিনিধি ইমরান ফরাজি, মহিপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক হাফিজুর রহমান আকাশ, প্রচার সম্পাদক সহিদুল ইসলাম, মহিপুর থানা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা যুগ্ম সাধারন সম্পাদক মহিবুল্লাহ পাটোয়ারী ,মহিপুর ব্রাদার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন সোহাগ অন্যতম।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সংবাদকর্মী এবং মহিপুরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবীগণ।

এসময় বাংলাভিশনের বার্তা-সম্পাদক এবং কুয়াকাটা সোসাইটির সভাপতি বদরুল আলম নাবিল বলেন,”দেশের এই ক্রান্তিকালে মানুষের কল্যাণে কিছু করতে পারাটাই সবচেয়ে আনন্দের।আমর গতকাল কুয়াকাটার তিনশত জেলেদের মাঝে এবং আজ মহিপুরের ৫ শত জেলেদের মাঝে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছি।আমাদের এই সহযোগিতার ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’ তিনি সকল স্বেচ্ছাসেবীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তাঁর কাজে সহযোগিতার জন্য।

উল্লেখ্য বিদ্যানন্দের ত্রাণসামগ্রীতে চাল,ডাল,সুজি,ময়দাসহ অন্যান্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ছিলো।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest