ঢাকা ৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২১ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, জুন ২০, ২০২০
এনামুল হক বাউফল পটুয়াখালী
বাংলাদেশ আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের জাতীয় বৃক্ষরোপন কর্মসূচি বাস্তবায়ন করতে পটুয়াখালীর বাউফলে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়ছে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হারুন অর রশীদ খান, ও সাধারন সম্পাদক রিয়াজ শিকদারের নির্দেশনা মোতাবেক
শনিবার (২০জুন) বিকাল ৪ টার দিকে কালিশুরী মাধ্যমিক বিদ্যালয় ভবন প্রাঙ্গণে ফলজ বৃক্ষরোপন করে ওই কর্মসূচির উদ্বোধন করেন কালিশুরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বজলুর রশিদ শিকদার ও সাধারন সম্পাদক আবুবকর সিদ্দিক মামুন ।
দলীয় সূত্র জানায়, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সিদ্ধান্ত মোতাবে স্থানীয় সাংসদ ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আ.স.ম ফিরোজের সহযোগীতায় কালিশুরী ইউনিয়ন সহ উপজেলার সকল স্কুল কলেজ মাদ্রাসায় ১৬’শ ফলজ বৃক্ষরোপন করা হবে।বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন কালে উপস্থিত ছিলেন- কালিশুরী ইউনিয় আওয়ামীলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান নেছারউদ্দিন শিকদার জামাল, স্বেচ্ছাসেবক লীগ সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন,যুবলীগ সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন শিকদার সজন, কলেজ ছাত্রলীগ সভাপতি এনামুল হক প্রমুখ।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST