ফকিরহাটে প্রথম করোনা রোগীর মৃত্যু,নতুন সনাক্ত ৯ জন

প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, জুন ২৪, ২০২০

ফকিরহাটে প্রথম করোনা রোগীর মৃত্যু,নতুন সনাক্ত ৯ জন
মোঃ সাগর মল্লিক বাগেরহাট প্রতিনিধি বাগেরহাটের ফকিরহাটে প্রথম করোনা রোগীর মৃত্যু নতুন শনাক্ত ৯। ডাঃ উপেন্দ্রনাথ পাল করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ছিলেন।উপজেলার বেতাগা ইউনিয়নের চাকুলি গ্রামের অসীত দাস (৪২) এবং বাবুল হোসেন ফকিরহাট সদর ইউনিয়নের আট্টাকি গ্রামের বিপুল মোল্লা(৫৫) ও উন্নতি রানী (৩৮), বাহিরদিয়া মানসা ইউনিয়নের বুড়িরবটতলা গ্রামের আব্দুস সালাম(৬০), মূলঘর ইউনিয়নের সৈয়দ মহল্লা গ্রামের নাসিমা বেগম(৫৮) এবং অমিত রায় (৩০)তিনি কৃষি ব্যাংকের ফলতিতা বটতলা ব্রাঞ্চের কর্মকর্তা। ফকিরহাটে মোট সনাক্ত ৩৮জন। ফকিরহাটে মোট সুস্থ ১২ জন বিষয়টি নিশ্চিত করেছেন ফকিরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অসীম কুমার সমাদ্দার

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest