ঢাকা ৭ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২২ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
এসএম স্বপন,বেনাপোল প্রতিনিধিঃ যশোরের বেনাপোল সীমান্ত থেকে পৃথক অভিযানে ১৫৯ বোতল ফেনসিডিল ও ৮ পিস ইয়াবাসহ সম্রাট হোসেন (২২) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৬ জুন) রাতে তাকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
আটক সম্রাট বেনাপোল পোর্ট থানার গয়ড়া গ্রামের দিন মোহাম্মদ দিনুর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদে বেনাপোল কাগমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে ৯ বোতল ফেনসিডিল ও ৮ পিস ইয়াবাসহ সম্রাটকে আটক করে পুলিশ।
অপর এক অভিযানে কাগমারি গ্রামের মসজিদের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় ১৫০ বোতল ভারতীয় ফেনসিডিল সহ একটি করিমন উদ্ধার করে পুলিশ।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটক আসামির নামে মামলা দিয়ে তাকে যশোর আদালতে পাঠানো হবে।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST