বরিশালে করোনা পরিস্থিতির কারনে অসহায় হয়ে পরা মানুষের পাশে ইয়ামাহা রাইডার্স ক্লাব

প্রকাশিত: ১২:১৯ পূর্বাহ্ণ, জুন ২৭, ২০২০

বরিশালে করোনা পরিস্থিতির কারনে অসহায় হয়ে পরা মানুষের পাশে ইয়ামাহা রাইডার্স ক্লাব

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ

বরিশালে করোনা পরিস্থিতির কারনে অসহায় হয়ে পরা গরীব মানুষের পাশে ইয়ামাহা রাইডার্স ক্লাব বরিশাল।
বরিশালে ইয়ামাহা রাইডার্স ক্লাব নামের একটি সংগঠন নিয়মিতভাবে পরিস্থিতির কারনে অসহায় হয়ে পরা গরীব দুঃখী ও শ্রমজীবী মানুষদের মাঝে একবেলার খাবার বিতরন করে আসছে।

সকল সামাজিক দুরত্ব এবং নিরাপত্তা নিশ্চিত করে বরিশাল মহানগরের পাঁচটি প্রানকেন্দ্রে ইয়ামাহা রাইডার্স ক্লাব বরিশাল( YRC Barishal) পরিবারে পক্ষে থেকে পরিস্থিতির শিকার ও সুবিধা বঞ্চিত মানুষের জন্য দুপুরের খাবার বিতারন কার্যক্রম সফল ভাবে সম্পূর্ণ করেছে সংগঠনটি।

২৬ শে জুন শুক্রবার বরিশাল নগরীর গুরুত্বপুর্ন স্হান রুপাতলী বাস টার্মিনাল,নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল,শেরে বাংলা মেডিকেল কলেজের সামনে, আমতলার মোড় সিএন্ডবি রোড,হাতেম আলী কলেজ চৌ-মাথায় শান্তিপূর্নভাবে কার্যক্রম পরিচালিত করা হয়।

এর আগে গত ২ জুন বরিশালে শতাধিক অসহায় মানুষের মাঝে একবেলার খাবার বিতরন করে সংগঠনটি।করোনা ভাইরাস মহামারী পরিস্থিতির মানুষকে একটু প্রশান্তির জন্য এই উদ্যোগ এবং এই কার্যক্রমের ধারাবাহিক ভাবে বহাল থাকবে জানিয়েছেন মোটরবাইকিং টিম ইয়ামাহা রাইডার্স ক্লাব বরিশাল এর পরিচালক শফিকুল ইসলাম রিমন। তিনি আরো জানান,আমাদের সমাজের সচ্ছল ব্যক্তিদের জাতির এ অসময়ে এভাবে এগিয়ে আসতে হবে, তাহলেই সোনার বাংলা ভালো থাকবে। তিনি সকলের দোয়া চেয়েছেন।

উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন ইয়ামাহা রাইডার্স ক্লাব বরিশাল পরিচালক শফিকুল ইসলাম রিমন, কো-অডিরেটর ফজলে রাব্বি, জাহিদ হোসেন সজিব সার্ভিস ইঞ্জিঃ ACI ইয়ামাহা,ইমন খান,আজাদ খান, আমিনুল ইসলাম,আফ্রেদী রাব্বি,মামুন হাসান,মোহাম্মদ রাকিব,আশিকুর রহমান ফায়াদ,জয় এবং সকল রাইডারবৃন্দ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest