কাঠালিয়া(ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঠালিয়ায় ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ খামারীদের মাঝে গো-খাদ্য বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে ৬০জন খামারীর মাঝে ১২ কেজি করে পুষ্টিকর গো-খাদ্য বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে খামারীদের হাতে গো-খাদ্য তুলে দেন উপজেলা চেয়ারম্যান মো. এমাদুল হক মনির। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার।