করোনাজয়ী ৭ পুলিশ সদস্য কে ফুল দিয়ে বরণ

প্রকাশিত: ৬:০৯ অপরাহ্ণ, জুন ২৯, ২০২০

করোনাজয়ী ৭ পুলিশ সদস্য কে ফুল দিয়ে বরণ

রিফাত আহমেদ রাসেল,(নেত্রকোনা): নেত্রকোনার দুর্গাপুরে করোনা জয়ী সাত পুলিশ সদস্যকে বরণ করে নিলেন দুর্গাপুর থানার পুলিশ সদস্যরা ‌। সোমবার সকালে থানা চত্বরে ফুল ও হাতে তালি দিয়ে তাদের বরণ করে নেন সহকর্মীরা।

এর আগে গত ১০ই জুন থানার ২ জন উপ-পরিদর্শক, এ এস আই/কনস্টবল সহ মোট ৭ পুলিশ সদস্যের করোনা শনাক্ত হয় । এর পরেই স্থানীয় একটি হোটেলে আক্রান্ত এই পুলিশ সদস্যরা আইসোলেশনে ছিলেন ।

কয়েক দফা তাদের নমুনা পরীক্ষার পর গত ২৭ই জুন তাদের করোনা রিপোর্ট নেগেটিভ আশায় আজ তাদের বরণ করে নেয়া হয় ।

এই সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার দুর্গাপুর সার্কেল মাহমুদা শারমিন নেলি, অফিসার ইনচার্জ দুর্গাপুর থানা মিজানুর রহমান, অফিসার ইনচার্জ (তদন্ত) মীর মাহবুব আলম, উপ- পরিদর্শক আব্দুল হালিম, উপ- পরিদর্শক আসাদুজ্জামান আসাদ, উপ- পরিদর্শক সুমন চন্দ্র দাস সহ দুর্গাপুর থানার সকল পুলিশ সদস্যা।

এই দিকে সোমবার নতুন করে দুর্গাপুরে আরও তিনজনের করোনা শনাক্ত হয়েছে । এই নিয়ে পুরো উপজেলা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪৭ জনে । আর সুস্থ হয়েছে ২৪ জন ।

নতুন আক্রান্ত তিন জনের মাঝে ২ জন পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা ও একজন উপজেলার লক্ষ্মীপুরে বাসিন্দা ।

এখন পর্যন্ত উপজেলায় মোট ৫ শত ৪৫ জনের নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স । এর মাঝে এখন পর্যন্ত প্রায় ৪ শত ৯০ জনের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে । আর ৪৭ জন পুরো উপজেলায় করোনায় শনাক্ত বলে স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে ।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest