বরিশালে ইমাম ও মুয়াজ্জিনদের কল্যাণ ট্রাস্টের সহায়তা ও ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন।

প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, জুলাই ১, ২০২০

বরিশালে ইমাম ও মুয়াজ্জিনদের  কল্যাণ ট্রাস্টের সহায়তা ও ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন।

নিজস্ব প্রতিবেদকঃ ১ জুলাই বুধবার সকাল ১১ টায় ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয় বরিশাল এর আয়োজনে ইমাম প্রশিক্ষণ একাডেমী মিলনায়তনে, বরিশালে ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের সহায়তা ও জেলা পর্যায়ে ১ দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্সের শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সহকারী পরিচালক ইসলামিক ফাউন্ডেশন বরিশাল আলম হোসেন। বিশেষ অতিথি ছিলেন ফিল্ড অফিসার রেজা মোঃ মহসীন প্রশিক্ষণার্থী এবং সহায়তা গ্রহনকারী ইমাম মোয়াজ্জেম বৃন্দরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ প্রশিক্ষণের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে প্রধান অতিথি ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টের বরিশাল সদর এবং মুলাদী উপজেলার সহায়তা বিতরণ করেন জেলার ১০ টি উপজেলার ২০০ জন ইমাম মোয়াজ্জেম এর মাঝে ১০ লক্ষ টাকা বিতরণ করা হবে। শেষে দেশ ও দশের মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest