আবু মুসা স্টাফ রিপোর্টারঃ
নাটোরের বড়াইগ্রামে সামাজিক বনায়ন কার্যক্রমের আওতায় ৫ হাজার গাছের চারা রোপনের শুভ উদ্বোধন করা হয়েছে। ৫ জুলাই রোববার বিকালে উপজেলা আ লীগে ভারপ্রাপ্ত সভাপতি আঃ কুদ্দুস মিয়াজী এ গাছ রোপনের শুভ উদ্বোধন করেন। এই সময় উপস্থিত ছিলেন বড়াইগ্রাম উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা, আ’লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান,বনপাড়া শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান পিয়াস সহ নেতৃবৃন্দ,পরে উপজেলার বড়াইগ্রাম ও মাঝগাঁও ইউনিয়নের রাস্তার দু-পার্শ্বে দীর্ঘ ২ কিলোমিটারে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ ও ওষুধী গাছের চারা রোপন করা হয়।