ঢাকা ৮ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩ আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৯ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২০
লিটন বায়েজিদ,বরিশালঃ বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দুটি গ্রামের কোল ঘেঁষে বয়ে গেছে কীর্তনখোলা নদী। এই নদীতে বৃষ্টির পানি বেড়ে যাওয়ায় ও জোয়ারের পানিতে প্লাবিত হয়ে এবং নদী ভাঙনের ফলে নদীপাড়ের হাজারো মানুষ পানিবন্ধি হয়ে অসহায় দিনযাপন করছে। যার কারনে স্থানীয় বসবাসরত মানুষ নানামুখী সমস্যার মধ্যে দিন কাটাচ্ছে । সরেজমিনে গেলে দেখা যায় পানির প্রভাবে স্থানীয় গিলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পশুরিকাঠি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গন পানিতে তলিয়ে গেছে। এবং পানির প্রভাবে স্থানীয় রাস্তাঘাট, ফসলি জমি, পুকুর, ক্ষেত, খামার তলিয়ে গেছে। এর ফলে এই দুই গ্রামের অর্থনৈতিক অবস্থা খুবই সংকটের দিকে যাচ্ছে। এছাড়াও গবাদিপশু পালন, পুকুরে মাছ চাষ ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। স্থানীয়দের ভাশ্যমতে জানা যায় স্থানীয় প্রায় ২০ থেকে ২৫ টি পুকুর পানিতে তলিয়ে যায়। যার কারণে অধিকাংশ পুকুরের মাছ প্লাবিত পানিতে ভেসে যায়। স্থানীয় জনগোষ্ঠীর দাবি নদীতিরের এই নিম্নাঞ্চল এলাকার ব্যাপক স্বার্থ রক্ষায় কীর্তনখোলা নদীতে বাঁধ নির্মাণ করলে নদী পারের মানুসের জীবন যাত্রার মান উন্নয়নে অনেক বড় ভুমিকা রাখবে। তাই দ্রুত নদীতীরের অসহায় মানুষের সমস্যা সমাধানের লক্ষে স্থানীয় জনগন স্থানীয় সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল জাহিদ ফারুক শামীম’র দৃষ্টি আকর্ষণ পূর্বক বাধটি নির্মাণে হস্তক্ষেপ কামনা করেন।
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০ Developed By Agragami HOST