কলাপাড়ায় মোটর সাইকেল ধাক্কায় পথচারীর মৃত্যু

প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২০

কলাপাড়ায় মোটর সাইকেল ধাক্কায় পথচারীর মৃত্যু
মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কলাপাড়ায় মোটর সাইকেলের ধাক্কায় মন্নান শিকদার (৫০) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। এসময় মোটর সাইকেল চালক মিজান (২২) আহত হয়। মঙ্গলবার দুপুরে কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কে পাখিমারা প্রফুল্ল ভৌমিক মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় পথচারী ও চালককে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মন্নান শিকদারকে মৃত ঘোষনা করেন। নিহত পথচারী উপজেলার নীলগঞ্জ ইউপির নাওভাঙ্গা গ্রামের মৃতঃ শাহ-আলম শিকদারের ছেলে। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, নিহতের ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে মৃতদেহের সুরতহাল শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

alokito tv

এ সংক্রান্ত আরও সংবাদ

Pin It on Pinterest